৫ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১০:০৩

১৬ দিনের আন্দোলনে ২১০ শিক্ষক অসুস্থ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লাগাতার আমরণ অনশনের ১০ম দিনে গড়িয়েছে আজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ১৬ দিনের এ আন্দোলনে এ পর্যন্ত ২১০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে দাবি পূরণের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতারা।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনশনস্থলে গিয়ে দেখা যায়, অনশনরত অধিকাংশ প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে শুয়ে আছেন। কেউ কেউ টানা অবস্থানের কারণে গুরুতর অসুস্থ হয়ে স্যালাইন হাতে ফুটপাথে ঘুমিয়ে আছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, প্রচণ্ড শীতে খাওয়া-দাওয়া ও ঘুমের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
যতোদিন যাচ্ছে ততো দ্রুত অসুস্থ শিক্ষকদের সংখ্যা বাড়ছে। তবে আজকের মধ্যে শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ হতে পারে বলে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ বলেন, আমাদের শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ করছে। আন্দোলনরত শিক্ষকদের দাবিকে ন্যায্য হিসেবে দেখছে মন্ত্রণালয়। আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেউ প্রেস ক্লাবে এসে শিক্ষকদেরকে জাতীয়করণের ঘোষণা দেয়ার কথা রয়েছে বলে জানান তিনি। মামুনুর রশিদ বলেন, আমাদের দাবি পূরণের পক্ষে এর আগে একাধিকবার নিশ্চয়তা দিলেও এ পর্যন্ত তার কোনো বাস্তবায়ন দেখতে পাননি শিক্ষকরা। বাধ্য হয়ে জাতীয়করণের দাবিতে এই আন্দোলন শুরু করি। অবশেষে আজকে দাবি পূরণের ঘোষণা আসছে সরকারের পক্ষ থেকে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, ২০১৩ সালের ৯ই জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘোষণায় ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। জাতীয়করণের সব শর্ত পূরণ করা হলেও কোনো ধরনের কারণ ছাড়াই প্রায় ৪ হাজার ১৪৯টি বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয়। এসব বঞ্চিত শিক্ষকের এক দফা জাতীয়করণের দাবি পূরণের দাবিতে ২১শে জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনার পর সরকারের পক্ষ থেকে অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়গুলোর পক্ষে একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন আন্দোলনকারী শিক্ষকরা।

 

http://www.mzamin.com/article.php?mzamin=103613