চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে জাতীয় প্রেস কাবের সামনে কমিউনিটি কিনিক কর্মীদের অনশন : নয়া দিগন্ত
৪ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ১১:৪৯

হেলথ কেয়ার প্রোভাইডারদের অনশনে অসুস্থ ৩৫

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে লাগাতার অনশনে গতকাল শনিবার ৩৫ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএইচসিপিরা ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস কাবের সামনে অনশন করছেন। এর আগে গত ২৭ জানুয়ারি থেকে একই দাবিতে জাতীয় কাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকা মেডিক্যালে ভর্তিকৃতরা হলেন মাসুকা ইলা, মোর্শেদ আলম, তফাজ্জল হোসেন, খলিলুর রহমান ও মিজানুর রহমান। দাবি আদায় বাস্তবায়ন কমিটির মুখপাত্র আফাজ উদ্দিন লিটন জানিয়েছেন, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।
অনশনকারীরা বলছেন, এমনিতেই আমরা সরকারি বেতন পাই। আমাদের চাকরি রাজস্ব খাতে নেয়া হলে সরকারের বাড়তি খরচ হবে না। আমাদের দাবিটি খুবই ন্যায্য। আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। কারণ কমিউনিটি কিনিক তার ব্রেইন চাইল্ড। আমরা আশা করছি প্রধানমন্ত্রী তার ব্রেইন চাইল্ডকে ধ্বংস হতে দেবেন না।
দেশের গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি কিনিক সেবা কার্যক্রম ১৯৯৬ সালে গৃহীত হয় এবং বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। ১৯৯৮-২০০১ সময়ের মধ্যে ১০ হাজারের বেশি কমিউনিটি কিনিক নির্মাণ করে অধিকাংশই (প্রায় আট হাজার) চালু করা হয়। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এ অবস্থা ২০০৮ পর্যন্ত চলমান থাকে। ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৬ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ মেয়াদের আরসি এইচসিবি শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি কিনিক কার্যক্রম পুনরুজ্জীবিতকরণ কার্যক্রম শুরু হয়।

 

http://www.dailynayadiganta.com/detail/news/290945