গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম
২৮ জানুয়ারি ২০১৮, রবিবার, ৮:০১

ব্যর্থসরকার পতনের আন্দোলন আরও বেগবান করতে হবে -ড. রেজাউল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণের সকল সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের হলেও তারা মানুষের কল্যাণে কাজ না করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঢাকাসহ সারা দেশেই তীব্র শীত অনুভূত হলেও সরকার এসব শীতার্ত ও দুর্গত মানুষদের কল্যাণে এগিয়ে আসেনি। গণবিরোধী ও ব্যর্থ সরকারের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার উদ্যোগে শীতার্ত ও দুর্গত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও থানা আমীর বেলায়েত হোসাইন সুজার সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইসহাক আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা বদিউজ্জামান ববুল, মনিরুল ইসলাম, আহমাদ আব্দুল্লাহ ও ইসরাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জামায়াত প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী ও আর্তমানবতার সেবায় নিবেদিত গণমুখী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়েই বিপদগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মূলত রাষ্ট্রীয় ব্যর্থতা ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সমাধান করা কোনভাবেই সম্ভব নয়। কিন্তু তবুও গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আসলে সম্পদের সুষম বন্টনের অভাবেই মানুষে মানুষে ব্যবধান বেড়েছে। তাই এই ব্যবধান দূর করতে হলে সৎলোকের শাসন ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

রেজাউল করিম বলে, গণবিরোধী ও ব্যর্থ সরকারের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা, সমাজসেবা প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান মানুষ সহ নগরীর অধস্তন সংগঠনের সকল স্তরের জনশক্তিকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, দুর্গত ও বিপন্ন মানুষ সহ নাগরিকদের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। কারণ, ক্ষমতাসীনরা জনগণের কল্যাণে রাজনীতি না করে আত্মস্বার্থ, গোষ্ঠীস্বার্থ ও সংকীর্ণ দলীয় স্বার্থে রাজনীতি করছেন। সরকার যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথায়থভাবে পালন করতো তাহলে দুর্গত মানুষদের লাইনে দাঁড়িয়ে সাহায্যের জন্য হাত বাড়াতে হতো না বরং রাষ্ট্রীয় ব্যবস্থায় মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়া হতো। তাই গণমানুষের সার্বিক সমস্যার সমাধান করতে হলে দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের ও কাক্সিক্ষত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

http://www.dailysangram.com/post/316931