২৭ জানুয়ারি ২০১৮, শনিবার, ১১:০০

‘বিএনপি ছাড়া নির্বাচনের জন্য তড়িঘড়ি করে রায় দেওয়া হচ্ছে’

বিএন‌পি‌কে ছাড়া নির্বাচন কর‌তে চায় সরকার, তাই ত‌ড়িঘড়ি করে মামলার রায় দি‌চ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আজ শুক্রবার রাজধানীতে মরহুম কথা সা‌হি‌ত্যিক শওকত আলী‌র শোক সন্তপ্ত প‌রিবা‌রের সঙ্গে দেখা করার পর সাংবা‌দিক‌দের সামনে এ অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ তাঁরা (সরকার) হুমকি দিয়েছেন, শক্তি প্রয়োগ করেছেন, বলপ্রয়োগ করেছেন। ভিন্নমত পোষণকারী কাউকেই তাঁরা সু‌যোগ দি‌তে রা‌জি না।’

বিএনপি নেতা আরো বলেন, ‘তাঁরা এই গণতান্ত্রিক প‌রি‌বেশ‌কে একেবারেই সংকু‌চিত ক‌রে ফে‌লে‌ছে। যে বাংলা‌দেশ আমরা যুদ্ধ ক‌রে স্বাধীন ক‌রে‌ছিলাম, সেই গণত‌ন্ত্রের কবর রচনা করা হ‌য়ে‌ছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুততার স‌ঙ্গে এ মামলা শেষ করার চেষ্টা করা হ‌চ্ছে। আমা‌দের চেয়ারপারস‌নের আইনজী‌বীরা পরিস্কার ব‌লে দি‌য়ে‌ছেন যে, জা‌স্টিস হা‌রিড ইজ জা‌স্টিস বেরিড।’ তিনি আরো বলেন, ‘তাঁরা আগামী নির্বাচন কর‌তে চান বিএন‌পি‌কে বাদ দি‌য়ে। এজন্য এই তড়িঘড়ি ক‌রে বিচার কাজ শেষ করা।’

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

http://www.dailysangram.com/post/316761