জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন
২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ৯:৫৪

জাতীয়করণের দাবিতে অনড় অনশনরত এমপিওভুক্ত শিক্ষকেরা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি গতকাল পঞ্চম দিনে গড়িয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১০ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীরা এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। গত ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন শুরু করেন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে।

নিজেদের স্বার্থে নয়; বরং জাতীয় স্বার্থে এমপিওভুক্ত এসব শিক্ষক-কর্মচারীরা শীতের মধ্যে দিনরাত রাতে খোলা আকাশের নিচে অবস্থান করে অনশন কর্মসূচি পালন করছেন। কিন্তু সরকারের কোনো মহল থেকে এখন পর্যন্ত তাদের দাবির প্রতি কোনো সাড়া দেননি। অনশনের কারণে ইতোমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায়ের ব্যাপারে তারা অনড় অবস্থান ব্যক্ত করেছেন। এ দিকে কর্মসূচিতে বাড়ছে শিক্ষক ও শিক্ষিকাদের সংখ্যা।
শিক্ষক-কর্মচারীদের ছয়টি সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়ার্জো ফোরামের আহŸানে সর্বস্তরের শিক্ষক-কর্মচারী একাত্মতা প্রকাশ করে এ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।
অনশনে অংশ নেয়া শিক্ষকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ শুধু শিক্ষকদের জন্য নয়। ১৬ কোটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা। শিক্ষার মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উন্নত জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি।

 

http://www.dailynayadiganta.com/detail/news/286522