প্রখ্যাত ইসলামি পণ্ডিত ইউসুফ আল কারযাভী
১৯ জানুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৩২

মিসরের প্রখ্যাত ইসলামি পণ্ডিত কারযাভীর যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে মৃত্যদণ্ডর আদেশ দিয়েছে মিশরের একটি সামরিক আদালত। এছাড়াও প্রখ্যাত ইসলামি পণ্ডিত ইউসুফ আল কারযাভীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার মিশরের একটি সামরিক আদালতে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়।
দণ্ডিতদের মধ্যে চারজন অনুপস্থিত ছিলেন। ২০১৫ সালে সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে অভিযুক্ত করে আদালত।

আল-কারযাভী সহ আরো ছয়জনকে এখনো গ্রেপ্তার করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। যার কারণে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। দেশটির আদালত সূত্রের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা জানায়, কায়রোতে এক পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।
মিসরে জন্মগ্রহণ করলেও আল-কারযাভী দোহা ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার (আইইউএমএস) এর প্রধান। বিশ্বের মুসলিম পণ্ডিতদের অন্যতম প্ল্যাটফর্ম এটি।
২০১৩ সালে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। একইসাথে তার দল মুসলিম ব্রাদারহুডকেও নিষিদ্ধ করে সেনাশাসিত সরকার। সে সময় মুরসিকে ক্ষমতাচ্যুত করায় ব্যাপক সহিংস আন্দোলন চলে। তখন থেকে বিরোধীপক্ষকে দমন, নিপীড়ন ও গ্রেপ্তারের মধ্যে দিয়ে এখনো রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে মিসর।

http://www.dailysangram.com/post/315820