সিপিডির রিপোর্ট প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন
১৪ জানুয়ারি ২০১৮, রবিবার, ৮:৫৪

২০১৭ সাল ব্যাংক কেলেঙ্কারির বছর

পর্যালোচনা সিপিডির
সদ্য সমাপ্ত ২০১৭ সাল বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ‘ব্যাংক কেলেঙ্কারির বছর’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ পরিস্থিতি চলতি ২০১৮ সালেও তেমন পরিবর্তন হবে না বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা আগের চেয়ে এখন আরো বেশি নাজুক। সরকার যদি এখুনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তার প্রভাব চলতি বছরেও থাকবে। এর সাথে নতুন ব্যাংকের অনুমোদন আরো ঝুঁকি সৃষ্টি করবে। তিনি আরো বলেছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে। এ চাপের ফলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮, প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনাÑ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল সিরডাপ মিলনায়নের বাংলাদেশ উন্নয়নে স্বাধীন পর্যালোচনার আওতায় এ প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি। প্রতি বছর দুই থেকে তিনবার এ পর্যালোচনা করা হয় বলে এ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সিপিডির রিচার্স ফেলো তৌফিক ইসলাম খান অন্তর্বর্তীকালীন পর্যালোচনা প্রতিবেদনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

http://www.dailynayadiganta.com/detail/news/284770