৮ জানুয়ারি ২০১৮, সোমবার, ১০:০৩

সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হয়েছেন তানিম খান নামে এক ছাত্রলীগ কর্মী। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে প্রতিপরে হামলার শিকার হয়ে তানিম গুরুতর আহত হন। সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র এবং ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। এ ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। টিলাগড় এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

জানা গেছে, রোববার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন তানিম। এ সময় প্রতিপরে ছাত্রলীগ কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা আজাদ গ্রুপের অনুসারী। নিহত তানিম খানের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে। তার বাবার নাম ইসরাইল খান। তিনি সিলেট শহরতলির মেজরটিলা এলাকায় একটি মেসে থাকতেন। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
এ দিকে, তানিমের খুনের খবর পেয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেছেন তার সহকর্মীরা। জেলা ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের জানান, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গত বৃহস্পতিবার এমসি কলেজ ক্যাম্পাসের বাইরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। ওই দিন রঞ্জিত অনুসারীদের ধাওয়ায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এর জেরেই রোববার রাতে ছাত্রলীগ কর্মী তানিমকে একা পেয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

http://www.dailynayadiganta.com/detail/news/283147