৭ জানুয়ারি ২০১৮, রবিবার, ১১:৪১

বরিশালের ৭ রুটে ৪ দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ

বরিশালের সঙ্গে গত বুধবার থেকে ঝালকাঠি-পিরোজপুরসহ সাত রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির সঙ্গে দাবি-দাওয়া নিয়ে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

বরগুনা, পটুয়াখালী ও বরিশাল জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি অযৌক্তিক দাবি তুলে ডিসেম্বরের ১৮ তারিখ থেকে টানা তিন দিন এবং চলতি মাসের ৩ তারিখ থেকে বরিশালের পশ্চিমাংশের সাত রুটের বাস নিয়ে বরিশালে ঢুকছে না এবং বরিশাল মালিক সমিতির কোনো বাসও ঝালকাঠি অংশে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঝালকাঠি ও পিরোজপুর থেকে ছেড়ে আসা ওই সাত রুটের বাসগুলো বরিশাল-ঝালকাঠি সীমান্তের রায়াপুরে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে। ফলে ওই রুটগুলোর হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।

বরিশাল, পটুয়াখালী ও বরগুনা মালিক সমিতির নেতৃবৃন্দ দাবি করেছেন, ঝালকাঠি মালিক সমিতির দাবি সম্পূর্ণ অযৌক্তিক। ওই তিন মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, দু-তিন মাস আগে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সমিতির অধিকাংশ সদস্যের বিরোধিতা সত্ত্বেও ২০-২৫টি নতুন বাস সমিতির অনর্ভুক্ত করেছে। যে বাসগুলোর মালিক ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা। ক্ষমতার প্রভাবে নতুন ২০/২৫টি বাস সমিতির অনর্ভুক্ত করা হলেও ঝালকাঠি জেলার অভ্যন্তরীণ রুট আছে মাত্র দুটি। ফলে নতুন ওই বাসগুলো কোনো রুটে চালাতে দিতে পারছে না। এ কারণে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি এখন বরিশাল-কুয়াকাটা, বরিশাল-পটুয়াখালী, বরিশাল-বরগুনাসহ সাত রুটে তাদের বাস চালানোর অযৌক্তিক দাবি তুলে যাত্রীসাধারণকে দুর্ভোগ দিচ্ছে।

বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, সাত রুটে বাস চালানোর দাবি জানালেও কোনো রুটেই যাত্রী পরিবহনের জন্য তাদের রুট পারমিট নেই।
পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু বলেন, পটুয়াখালী মালিক সমিতির কোনো বাস ঝালকাঠি যায় না, অথচ তারা পটুয়াখালীর তিন রুটে বাস চালাতে চায়। বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেন বলেন, সড়কের হিস্যা অনুযায়ী ঝালকাঠি বাস মালিক সমিতি পটুয়াখালী ও বরগুনার কোনো রুটে বাস চালাতে পারে না।

বরিশাল, বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির বক্তব্য একতরফা দাবি করে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর মালিক সমিতি সমন্বয় করে বরিশালের পশ্চিমের সাত রুটে বাস চালাচ্ছে। অথচ বরিশাল-কুয়াকাটা সড়কে ঝালকাঠির প্রায় আট কিলোমিটার সড়ক থাকলেও পটুয়াখালী-বরগুনা মালিক সমিতি ঝালকাঠির সঙ্গে সমন্বয় করতে চায় না।
নাসির উদ্দিন খান বলেন, ঝালকাঠি বাস মালিক সমিতিকে সড়কের হিস্যা না দেওয়া হলে রায়াপুর ও দপদপিয়ায় স্থায়ী টার্মিনাল করে নিজস্ব নিয়মে বাস চালাবেন। তিনি স্বীকার করেন, ঝালকাঠি সমিতিতে নতুন ২০-২৫টি বাস নেওয়া হয়েছে। ওই বাসগুলোর খুলনা-কুয়াকাটা রুটে রুট পারমিটও আছে।

http://samakal.com/whole-country/article/1801366