১ জানুয়ারি ২০১৮, সোমবার, ৯:১৬

মুক্তাগাছায় পৌর কাউন্সিলরের নেতৃত্বে আসামি ছিনতাই

ময়মনসিংহের মুক্তাগাছায় পৌর কাউন্সিলের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছ থেকে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গত শনিবার দুপুরে মুক্তাগাছা পৌর এলাকার ঈশ্বরগ্রামে আসামি ছিনতাইয়ের সময় পৌরসভার কাউন্সিলর ও তার সহযোগীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তির ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো: কাইয়ুমের নেতৃত্বে মুক্তাগাছা পৌর এলাকার ঈশ্বরগ্রামে অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যরা মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মির্জা রাশেদ, মির্জা মাসুদ, মাহফুজ মির্জা ও মোছাম্মৎ রাশেদা বেগম কালীকে গ্রেফতার করে। তাদের থানায় নিয়ে আসার পথে ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর জাপা নেতা মির্জা আবুল কালাম ও তার সহযোগীরা পথরোধ করে। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় ও তাদের কাছ থেকে রাশেদা বেগম কালীকে ছিনিয়ে নেয়। একই সময় অন্যান্য আসামিকেও ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে কাউন্সিলর ও তার সহযোগীদের।

আর্মড পুলিশের ওসি অপারেশন মো: কাইয়ুম জানায়, মাদক মামলার আসামি ধরে নিয়ে আসার সময় সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর মির্জা আবুল কালাম এক আসামি ছিনিয়ে নেয়াসহ অন্যদের ছিনিয়ে নিতে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই পৌর কাউন্সিলকে প্র্রধান আসামি করে ছয়জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রধান আসামি পৌরসভার কাউন্সিলরকে গ্রেফতারের চেষ্টা চলছে। ছিনতাইকৃত আসামি রাশেদা বেগম কালীকে এখনো গ্রেফতার করা যায়নি।

http://www.dailynayadiganta.com/detail/news/281160