৩১ ডিসেম্বর ২০১৭, রবিবার, ৮:৫১

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ’ যানবাহন

রাজবাড়ী ও মানিকগঞ্জ সংবাদদাতা

পদ্মা ও যমুনা অববাহিকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় তীরে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘন কুয়াশার কারণে গত শুক্রবার রাত ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুই পাড়ে কয়েক শ’ যানবাহন আটকা পড়েছে। শুধু দৌলতদিয়া প্রান্তেই রাজবাড়ী-খুলনা মহাসড়কে ছয় কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন। এর মধ্যে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। আটকে পড়া বাসের যাত্রীদের শীতের রাতে উত্তরের হিমেল হাওয়ায় চরম দুর্ভোগ হচ্ছে। তবে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও ট্রাকের সিরিয়াল পেতে দু-তিন দিন সময় লেগে যেতে পারে। গতকাল শনিবার সকাল ৭টায় কুয়াশা কমে এলে নৌযান চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো: খোরশেদ আলম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা অববাহিকায় সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টায় মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় রাত সাড়ে ১০টার পর থেকে নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় ঘাট থেকে আসা দুই শতাধিক যানবাহন ও বিপুল যাত্রী নিয়ে ছোট-বড় আটটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। সকাল ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো: সফিকুল ইসলাম জানান, এ নৌপথে কুয়াশার তীব্রতায় চলতি শীত মওসুমে প্রতিদিনই ছয়-সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকছে।
এ দিকে পাটুরিয়া প্রান্তে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উথলী পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। রাতে আসা নৈশকোচগুলো গতকাল শনিবার সকালে পারাপার হয়েছে। অপেমাণ যানবাহনের যাত্রীদের বাসের মধ্যে বসে রাত কাটাতে হয়। ঘাটে এসে পার হতে না পেরে শীতে শীশুসন্তান নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েন।

পাটুরিয়া ঘাটে যানজটের কারণে পুলিশ পণ্যবাহী ট্রাকগুলো উথলী মোড় থেকে আটকিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচার দিকে রাস্তার উপর জড়ো করে রাখে। ফলে এ দিকেও যানবাহনের লাইন ছয় কিলোমিটার ছাড়িয়ে যায়।
দুই ফেরির সংঘর্ষে দৌলতদিয়ায় যুবক আহত
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, এ কুয়াশায় কিছু দেখতে না পেয়ে দুই ফেরির পাশাপাশি সংঘর্ষে তৌকির আহম্মেদ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মনি হাওলাদারের ছেলে। ঢাকা থেকে হানিফ পরিবহনে খুলনা যাচ্ছিলেন তিনি। গতকাল সকাল ৭টায় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও ইউটিলিটি ফেরি হাসনা হেনার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিআইডব্লিটিসির আরিচার ম্যানেজার (মেরিন) আবদুস ছাত্তার জানান, গতকাল সকাল ৭টায় দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী, যানবাহন বোঝাই করে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছেড়ে যাওয়ার পর চ্যানেলের বাইরে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা হাসনা হেনার সাথে পাশাপাশি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাসনা হেনা ফেরির সামনের দিকে দাঁড়িয়ে থাকা যাত্রী তৌকির আহম্মেদ ছিটকে ফেরির চেইন মেশিনের ওপর পড়েন। এতে করে তার দু’টি পা গুরুতর জখম হয়। তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসনা হেনা ফেরির মাস্টার অফিসার মো: ইকরামুজ্জামান দাবি করেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘাট থেকে ছেড়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর উভয় ফেরির কেউ কাউকে না দেখতে পেয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফেরির তেমন কোনো ক্ষতি হয়নি।

http://www.dailynayadiganta.com/detail/news/280862