৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার, ১:১৫

বিনা ভোটে নির্বাচিত এমপিদের কোনো লজ্জা নেই: ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিনা ভোটে নির্বাচিত এমপিদের কোনো লজ্জা নেই। আর যাদের মধ্যে লজ্জাবোধ থাকে না, তারা সবকিছুই করতে পারে।

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরামের কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়ে যাচ্ছে। গুম, হত্যা, সন্ত্রাসী, ব্যাংক লুট, ঘুষসহ ধর্ষণের মহোৎসব চলছে। অথচ এসব সংসদ সদস্য কিছুই জানেন না। পাচারকৃত অর্থের তদন্ত বিষয়েও তারা কিছু জানেন না। কানাডায় বেগম পাড়া হয়েছে। হয়তো অচিরেই ওখানে মহারানী পাড়া হবে। বিদেশের মাটিতে পাচার হওয়া টাকা দিয়ে রংমহল তৈরি হচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না।’

তিনি বলেন, ‘আজ দেশের মালিক জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। গণজাগরণের মাধ্যমে তারা অধিকার আদায় করে নেবে। ব্যাংক লুটকারীদের চিহ্নিত করে ধ্বংস করবে।’

কামাল হোসেন বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে নিরাপদে আবার ফেরা যাবে কি-না তার নিশ্চয়তা নেই। এ জন্যই কি যুদ্ধ করে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছিলাম?’

তিনি বলেন, ‘সংবিধানে ৪টি মূলনীতির মধ্যে এক নম্বরে গণতন্ত্র। আজ কি দেশে গণতন্ত্র আছে? এটাকে কী গণতন্ত্র বলা যায়? আমি বুঝতে পারি না বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য হয় কি করে? এটা কী গণতন্ত্রের মধ্যে পড়ে? পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি।’

https://www.jugantor.com/politics/727/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B2%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A1.-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2