৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার, ১:১০

যানজটে বিসিএস পরীক্ষা দিতে পারেনি ১৫০ জন

যানজটে আটকে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৫০ পরীক্ষার্থী। বিসিএস পরীক্ষার নির্ধারিত দিনে গতকাল এ ঘটনা ঘটে। 
স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার হওয়ার। তাই দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন তারা। কিন্তু যানজটে পড়ে তারা সময়মতো পরীা কেন্দ্রে হাজির হতে পারেননি। বগুড়া অঞ্চলের এই ১৫০ জন শিার্থীর অনেকেরই এবার ছিল বিসিএস পরীা দেয়ার শেষ সুযোগ। তাই থেমে গেলো তাদের ক্যাডার হওয়ার স্বপ্ন। 
গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত এই পরীায় তাদের কেন্দ্র ছিল রাজশাহী কলেজ। কিন্তু সময়মতো পৌঁছতে না পারায় কর্তৃপ তাদের ক্যাম্পাসেই ঢুকতে দেয়নি। এ সময় পরীার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে বিােভ করেন। তবু পরীা দেয়ার সুযোগ মেলেনি তাদের।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা রাজশাহী কলেজের সামনে গিয়ে দেখা যায়, কেন্দ্রে ঢুকতে দেয়ার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে অনেক পরীার্থী স্লোগান দিচ্ছেন। কেউ কেউ গেট খুলে দেয়ার জন্য অনুরোধ করছেন পুলিশকে। আবার কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন হতাশায়। কিন্তু কর্তৃপরে এক কথা, সরকারি কর্মকমিশনের বেঁধে দেয়া নিয়মের বাইরে গিয়ে তাদের পরীায় বসতে দেয়া হবে না।
বগুড়া থেকে রাজশাহী কলেজে পরীা দিতে আসা পরীার্থী শিলা খাতুন জানান, নাটোর-বগুড়া সড়কের রণবাঘাতে একটি ট্রাক উল্টে সড়ক বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। ওই যানজটে আটকে পড়ে বগুড়া থেকে রাজশাহী আসা বাসগুলো। আটকে পড়েন পরীার্থীরাও। পরে সড়ক থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু পরীার্থীদের কেন্দ্রে আসতে কয়েক মিনিট দেরি হয়ে যায়। তাই রাজশাহী কলেজ কেন্দ্রের অন্তত ১৫০ জন বিসিএস পরীার্থী পরীায় অংশ নিতে পারেননি। তিনি যে বাসে এসেছেন ওই বাসেই অন্তত ৫০ পরীার্থী ছিলেন বলে জানান শিলা খাতুন।
আরেক পরীার্থী জুবায়ের হাসান জানান, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় তিনি বগুড়া থেকে রওনা হন। তার বাসেও ৫২ পরীার্থী ছিলেন। কয়েক মিনিট দেরি হওয়ায় তারাও পরীায় অংশ নিতে পারেননি। তাদের অনেকেরই ছিল এবার পরীা দেয়ার শেষ সুযোগ।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও রাজশাহী কলেজের অধ্য প্রফেসর হবিবুর রহমান বলেন, পরীা দিতে হলে সকাল ১০টার মধ্যে অন্তত কলেজ ক্যাম্পাসের ভেতর ঢুকতে হবে। এটা নিয়ম। কিছু পরীার্থী এ সময়ের মধ্যে আসতে না পারায় তাদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কেন্দ্রে মোট পরীার্থী ছিলেন তিন হাজার ৭৫০ জন। এর মধ্যে প্রায় ২০০ পরীার্থী অনুপস্থিত ছিলেন।

http://www.dailynayadiganta.com/detail/news/280566