২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৯:০১

কুমিল্লায় ইউপি নির্বাচনে স্কুল ছাত্ররাও ভোট দিয়েছে

কুমিল্লা অফিস : কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়ন নির্বাচনে স্কুল ছাত্ররা ভোট দিয়েছে। সকাল সাড়ে ১১ টায় রায়কোট ইউনিয়নের মনতলী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্রে দেখা যায়।
এ বিষয় ঐ কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুর কাদের জানান, এত কিছু যাচাই বাছাই করা সম্ভব না। মাইর খাইলে তো আমি খাব, আমার কিছু করার নাই।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, প্রিজাইডিং অফিসার অভিযোগ না দিলে আমাদের কিছু করার নেই।
এছাড়া নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা, আটিয়াবাড়ি, ভোলাইন, তুগুরিয়া কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেয়া হয়েছে। আওয়ামী লীগের লোক বিএনপির এজেন্ট সেজে বসিয়ে রাখা হয়েছে। গণমাধ্যমের গাড়ি দেখে নিজেদের লোকজন লাইনে দাঁড়িয়ে রাখা হচ্ছে। চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং বুথে সহকারী প্রিজাইডিং অফিসার নিজেই ভোট দিতে দেখা যায়। এখানে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটরদের দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহান উদ্দিন ভুইয়া, বিএনপির প্রার্থী মাঈন উদ্দিন, স্বতন্ত্র মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ নাসির উদ্দিন মামুন অভিযোগ করেন, প্রকাশ্যে ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাবের ফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলার চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইবাল বাহার বলেন, জাল ভোট এবং অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম জানান, জাল ভোট বিষয়ে অভিযোগ পেয়েছি। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

http://www.dailysangram.com/post/313045