১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার, ১০:৩১

পূর্ব জেরুসালেমে দূতাবাস খুলবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তার দেশ পূর্ব জেরুসালেমে একটি দূতাবাস খুলতে চায়। গতকাল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারামানে তার নিজ দল একেপির সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, জেরুসালেমে তুরস্কের কনসুলেট জেনারেলে এখনই একজন রাষ্ট্রদূত প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যখন আমরা আল্লাহর হুকুমে সেখানে আমাদের দূতাবাস খুলব। তুরস্কের বাণিজ্য নগরী ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠকে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা এবং বিশ্বের অন্য সব দেশকে এই ঘোষণার সাথে একাত্মতার আহ্বান জানানোর পর তিনি পূর্ব জেরুসালেমে তার দেশের দূতাবাস খোলার ঘোষণা দিলেন।

http://www.dailynayadiganta.com/detail/news/277330