১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ১০:১৬

বাংলাদেশে সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি রয়েছে

ব্রিটেন-অস্ট্রেলিয়ার সতর্কতা

বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। দেশ দু’টির মতে, বাংলাদেশ সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিজয় দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোকে সামনে রেখে সন্ত্রাসবাদীরা হামলার সুযোগ খুঁজতে পারে।

গতকাল ব্রিটিশ পররাষ্ট্র দফতরের জারি করা ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা বাংলাদেশে আক্রমণ চালাতে পারেÑ এমন সম্ভাবনা খুবই জোরালো। এই ঝুঁকি দেশব্যাপী বিস্তৃত। সর্বশেষ গত মার্চে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা আক্রমণ চালায়। জনসমাগম স্থল এই ধরনের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। গত আগস্টে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে লক্ষ্যে পরিণত করে পরিকল্পিত একটি আক্রমণ নিরাপত্তা বাহিনী নস্যাৎ করে দিয়েছে। ভবিষ্যতে বিদেশী নাগরিকেরা এ দেশে সরাসরি আক্রমণের ঝুঁকিতে রয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের ভ্রমণ সতর্কতায়ও বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে চরমপন্থীরা পশ্চিমা স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেÑ এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোকে সন্ত্রাসী আক্রমণের সুযোগ হিসেবে ব্যবহার করা হতে পারে। বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সাথে থাকতে হবে, সচেতন থাকতে হবে পারিপার্শি¦ক পরিবেশ সম্পর্কে। নিজেদের নিরাপত্তার জন্য কার্যকর পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ ভ্রমণের প্রয়োজনীয়তার বিষয়টি অস্ট্রেলিয়ার নাগরিকদের পুনর্বিবেচনা করা উচিত।
মার্কিন পররাষ্ট্র দফতর গত আগস্টে সে দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ সংক্রান্ত যে সতর্কবার্তা দিয়েছিল তা এখনো অব্যাহত রেখেছে। এতে বাংলাদেশে সন্ত্রাসবাদী গ্রুপগুলো থেকে অব্যাহত ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

 

http://www.dailynayadiganta.com/detail/news/276401