৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৯:৪৪

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে ৪ সাংবাদিককে ব্যাপক মারধর ক্যামেরা ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে পেশাগত দায়িত্ব পালনকালে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনী পিটিয়ে আহত করেছে চার টিভি সাংবাদিককে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় তারা ল্যাপটপ, মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করেছে।
আহতরা হলেনÑ সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরা পার্সন মিলন হোসেন।

আহত সাংবাদিকেরা জানান, গতকাল বুধবার পাবনা শহর থেকে একদল সাংবাদিক প্রধানমন্ত্রীর আগমনের সংবাদ সংগ্রহের জন্য ঈশ্বরদী যান। বিকেল ৪টার দিকে ঈশ্বরদী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম বুদুর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর করে ভূমিমন্ত্রীর ছেলে তমাল ও তার অনুসারী যুবলীগের ক্যাডার বাহিনী। এ সময় ভাঙচুর ও হামলা দৃশ্য ভিডিও ক্যামেরা ধারণ করায় ক্যাডারেরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে তাদের আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম আহত সাংবাদিকদের পাবনা জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
এ ঘটনা শোনার পর পাবনায় কর্তব্যরত বিভিন্নœ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা তাদের দেখতে পাবনা জেনারেল হাসপাতালে ছুটে যান এবং বিােভে ফেটে পড়েন। তাৎণিক তারা পাবনা শহরে বিােভ মিছিল এবং ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার, কালোব্যাজ ধারণ, হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ভূমিমন্ত্রী ডিলুর সব সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকেরা।

http://www.dailynayadiganta.com/detail/news/272752