২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ৯:১৩

এবার উত্তরা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস

বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার উত্তরা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুক্রবার বিকালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্রের নমুনা যুগান্তর ও যমুনা টিভিতে চলে আসে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিও এক সেট প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের নমুনা মিলে যাওয়ার কথা স্বীকার করেছে। তদন্ত করে প্রয়োজনে পরীক্ষা বাতিল করা হবে বলেও কমিটি জানায়। পরীক্ষা বাতিলের দাবি জানান চাকরিপ্রার্থীরাও।

দুপুর ২টার কিছু আগে বেশ কয়েকটি সাদা কাগজে হাতে লেখা প্রশ্ন ও উত্তরপত্রের নমুনা যুগান্তর ও যমুনা টিভির অফিসে আসে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান- সব বিষয়ই হুবহু মিলে গেছে। ২ নম্বর সেটের বাংলা অংশের প্রথম প্রশ্ন ‘অডিট’ শব্দের বাংলা পরিভাষা কী? হালে লেখা উত্তর- নিরীক্ষা। ইংরেজি অংশের প্রথম প্রশ্ন সঠিক বানান নির্ণয়- উত্তর (ম্যানেজেবল)। এভাবে সব প্রশ্নের উত্তরই হাতে লেখা কাগজে পাওয়া যায়। শুধু একটি বা ১০টি নয় সেখানে একশ’টি প্রশ্নের উত্তরই পাওয়া যায়। চাকরিপ্রার্থীরাও বলেন, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে প্রশ্নের হুবহু মিলে গেছে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তারা বিক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানায়। একাধিক পরীক্ষার্থী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তারা পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা দিয়ে বের হয়ে শোনেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সদস্য বলেন, এক সেট প্রশ্নের উত্তরের সঙ্গে হুবহু মিলে গেছে ফাঁস হওয়া প্রশ্নপত্র। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অর্থনীতি গবেষণা ব্যুরোর পরিচালক শফিক উজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তদন্তে প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হলে পরীক্ষাও বাতিল করা হবে। তিনি বলেন, ব্যাংক পরীক্ষায় প্রশ্নফাঁস নতুন কিছু নয়। কয়েক মাস আগেও প্রশ্নফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করে অগ্রণী ব্যাংক।

 

https://www.jugantor.com/first-page/2017/11/25/174561