২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ৯:০৯

শহীদ মুজাহিদ আপোষহীন সংগ্রামের এক প্রতিচ্ছবি

ড. মুহাম্মদ রেজাউল করিম

[দুই]
বি. সি. রায় বলেছেন- “ক্ষমতা সবচেয়ে বড় মদের নেশার মতো। যাকে একবার পেয়ে বসে তাকে জীবনে শেষ করে দেয়”। অবৈধভাবে ক্ষমতায় থাকা নেশায় মত্ত হয়ে শহীদ মুজাহিদদের হত্যা করা হয়। আল্লাহ তায়ালা বলেন, “আর যে ব্যক্তি জেনেবুঝে কোন মুমিনকে হত্যা করে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে চিরকাল থাকবে। তার ওপর আল্লাহর গজব ও তাঁর লানত এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।” (৪ ঃ ৯৩)

এক সময় শহীদ মুজাহিদ সাহেব আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র ছিলেন। রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন একত্রে। একান্ত নিভৃতে রাজনৈতিক শলা-পরামর্শও হয়েছে জামায়াত নেতাদের সাথে। তাই ইবনে মুয়াইদ বলেছেন- “হিংসুক ব্যক্তি সর্বদা তিন প্রকার কষ্টে নিপতিত থাকে- আত্মদহন, মানুষের ঘৃণা এবং আল্লাহর গজব।” আর ডন জুয়ান বলেছেন- “হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায় না।” আওয়ামী লীগ ঘরে-ঘরে হিংসা বিদ্বেষের বিষবাষ্প ছড়াচ্ছে।

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের অসংখ্য কর্মই এখন স্মৃতি। অনেকের মতো আমিও অত্যন্ত কাছ থেকে এই প্রিয় মানুষটিকে দেখেছি। মুজাহিদ ভাই ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন। কিন্তু তিনি ছিলেন যেমন কঠোর উনার হৃদয়টা ছিলো অনেক নরম প্রকৃতির। বিশেষ করে দেশের সমস্ত ক্যাম্পাসে যখন ইসলামী ছাত্রশিবিরের উপর ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকা-ের শিকার, নেতা-কর্মীদের উপর অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা শোনার পর অনেক দিন তাঁর চোখে আমি পানি দেখেছি! তিনি ছাত্রশিবিরকে হৃদয় দিয়ে ভালো বাসতেন। তারপরও তিনি সব সময় ছাত্রশিবিরকে সৎ জীবন যাপন ও ধৈর্যের পরামর্শ দিতেন এবং বলতেন তোমরা কোনো বাড়াবাড়ি করো না, তাহলে আল্লাহর সাহায্য পাবে।

মুজাহিদ ভাই আত্মপর্যালোচনার ব্যাপারে ছিলেন আপোষহীন। ক্যাম্পাসের কোনো ঘটনা শুনলেই তিনি বলতেন তোমাদের কোনো ভুল, বাড়াবাড়ি ছিল কি না তা আগে খতিয়ে দেখ। সময়ানুবর্তিতায় তিনি ছিলেন ব্যতিক্রম। মুজাহিদ ভাইয়ের সাথে কোনো মিটিং থাকলে তিনিই আগে উপস্থিত হতেন।

ব্যক্তি জীবনে অল্পে তুষ্ট, নির্লোভ, পরোপোকারী, দৃঢ়চেতা, ছিলেন শহীদ মুজাহিদ। জীবন-যাপন করতেন অত্যন্ত সাদা-সিধেভাবে। জামায়াতের কেন্দ্রীয় অফিসে গিয়ে দেখতাম মেজেতে মাদুর ফেলে তিনি বিশ্রাম নিচ্ছেন। পোশাক আশাকেও তিনি অত্যন্ত সাদা-মাটা। অনেক সময় দেখেছি তার গায়ের ফতুয়া ছেঁড়া। আমরা তাকালে হাসতেন আর বলতেন অল্পে তুষ্ট জীবন লালন করতে শিখ। তাহলে জীবনে টেনশন ফ্রি থেকে হালাল পথে থাকতে সহজ হবে। কত মানুষ আছে যাদের একটা জামাও নেই। একবেলা খেতে পায় না। তাদের কথা আমাদের ভাবতে হবে।” দেশের মানুষের মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন তিনি।

শহীদ মুজাহিদ ব্যক্তি জীবনে তিলে তিলে নিজের জীবনকে গড়ে তুলেছেন। কৃচ্ছ্রতা সাধন করে রাষ্ট্রীয় খরচের ক্ষেত্রেও অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দু’মন্ত্রী দলীয় কাজে সরকারি গাড়ি ব্যবহার করতেন খুব কমই। সরকারি সফরে গিয়ে দলীয় লোক নিয়ে বিরাট খরচের বোঝা না বাড়িয়ে সরকারি কর্মকর্তাদের নিয়ে খেতেন জামায়াত অফিসে। বাঁচিয়ে দিতেন সরকারি টাকা। তাদের সাথে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা আজও তাঁদের এ সততার সাক্ষী। আবার দলীয় কাজে সফরে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা নিতেন না তারা। তাঁর স্ত্রী বলেছেন, স্ত্রী হিসেবে আমিও সাক্ষ্য দিচ্ছি যে, তিনি সম্পূর্ণ নির্দোষ। আমার স্বামী ঘরে বাইরে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল্লাহর রহমতে অত্যন্ত স্বচ্ছ ও সৎ জীবন যাপন করেছেন।

আন্তর্জাতিক বার এসোসিয়েশন, মানবাধিকার সংগঠন, সংস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে যে আশঙ্কা করা হয়েছে যে, “সরকার তার পরিচিত প্রতিপক্ষ এবং রাজনৈতিক শত্রুদের দমন করতেই এ বিচারকে ব্যবহার করছে”। তাই ভলতেয়ার বলতেন-“অস্ত্রের জোরে তুমি সারা পৃথিবী জয় করতে পার, কিন্তু পারবে না একটা গ্রামের মানুষেরও মন বশীভূত করতে।” বিচারের ক্ষেত্রে আজ আওয়ামী লীগ সেই নীতিই অবলম্বন করছে। শহীদ মুজাহিদের মৃত্যুদ-ে পৃথিবীর বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তিত্ব তাদের উদ্বেগ অব্যাহত রেখেছে।

অথচ এই মামলার তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে জেরার সময় স্বীকার করেছেন, বাংলাদেশের কোথাও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত কোনো অপরাধের সাথে জনাব মুজাহিদ সম্পৃক্ত ছিলেন তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ তার হাতে নেই। সম্পূর্ণ ধারণার ও ঢালাও অভিযোগের ভিত্তিতে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। যাকে ফাঁসি দেয়া হয়েছে তিনি জানতেই পারলেন না কি তার অপরাধ, কি অপরাধে তাঁকে হত্যা করা হলো।

আল্লাহ তায়ালা বলেন, “যে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো।” রাসূল (সা.) বলেছেন, “বিচারক তিন ধরনের। দুই ধরনের জাহান্নামী, এক ধরনের জান্নাতী, যে সত্য জেনেও অন্যায় বিচারকার্য করে সে জাহান্নামী, যার বিচারকার্যের জ্ঞান না থাকা সত্ত্বেও বিচারকার্য করল সে জাহান্নামী, আর যে সত্যকে জানলো এবং সে অনুযায়ী বিচারে রায় দিল সে জান্নাতি” (ইবনে মাজাহ)। বিচারের সাথে মিথ্যা সাক্ষ্যদানকে তিনি শিরকের সমতুল্য বড় গুনাহ বলে উল্লেখ করেছেন। যারা মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্যদানে উদ্বুদ্ধ করে এবং জেনেবুঝে এর পক্ষাবলম্বন করে এরা সবাই মুশরিক ও জালেম জাহান্নামই তাদের ঠিকানা। আয়েশা (রা.) বর্ণিত হাদিসে বলা হয়েছে, “মুসলমানদের ওপর থেকে শাস্তি যতটা পারো রহিত করো। তাকে অব্যাহতি দেয়ার সুযোগ থাকলে অব্যাহতি দাও। কেননা শাসকের জন্য ভুলক্রমে শাস্তি দেয়ার চেয়ে ভুলক্রমে মাফ করা উত্তম।”

আওয়ামী লীগ হয়তো মনে করেছে যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু আল্লাহর ঘোষণা-“তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।” (৬১ঃ৮)

রাষ্ট্র পরিচালনায় জামায়াতের অংশগ্রহণ, দু’মন্ত্রীর জনপ্রিয়তা, জনসমর্থন, সাংগঠনিক মজবুতি, আওয়ামী বাম শিবিরকে দিশেহারা করে ফেলেছে। মুমিনের জীবনে সবচেয়ে বড় সফলতা শাহাদাতের মৃত্যু। এটি কোনো মৃত্যু নয়, এ যেন নতুন জীবনের সূচনা। একেকজন শহীদের সাহসী উচ্চারণ আজ মুসলিম উম্মাহর পাথেয়। শহীদ মুজাহিদ বলেছেন, “আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ শতভাগ মিথ্যা ও বানোয়াট। ১৯৭১ সালের যুদ্ধকালীন কোনো ধরনের অপরাধের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে এত বছর পরে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে। তিনি আরো বলেন, প্রতিদিন বাংলাদেশে শত শত লোক স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। এসব মৃত্যুর সাথে ফাঁসির আদেশের কোনো সম্পর্ক নেই। কখন, কার, কিভাবে মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহ তায়ালা নির্ধারণ করেন। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সাধ্য কারো নেই। সুতরাং ফাঁসির আদেশে কিছু যায় আসে না। আমি মৃত্যুদণ্ড বহাল রাখার ঘোষণায় উদ্বিগ্ন নই।”

আদর্শের লড়াইয়ে যারা পরাজিত, তারা আজ হিংস্রতা, পৈশাচিকতা, জঘন্য, মিথ্যা, বানোয়াট, নোংরামি আর কূটকৌশল দিয়ে এই জাতির বীর সৈনিকদের অবদানকে কলূষিত করতে পারবে কি? দেশে-বিদেশে, খানায়ে কাবার আর মসজিদে নববীতে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ আর জানাজায় উপস্থিতি আওয়ামী লীগ কি বার্তা পাচ্ছে! এত অপপ্রচার, নোংরামি, ভ-ামী আর তামাশা করেও লাখো জনতার গগণবিদারি কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হওয়াও কি ঠেকাতে পেরেছে সরকার? রাসূল (সা.) (সা.) বলেছেন, “আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের বলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তারাও যেন এ বান্দাহকে ভালোবাসে।” জীবিত অধ্যাপক গোলাম আযম (রহ.), শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.), মাওলানা একেএম ইউসুফ (রহ.), শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (রহ.), শহীদ মুহাম্মদ কামারুজ্জামান (রহ.), শহীদ আবদুল কাদের মোল্লা (রহ.) ও শহীদ মীর কাসেম আলী (রহ.) সহ শহীদেরা গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের জন্য শ্রেষ্ঠ সম্পদ। প্রতিদিন হাজার হাজার নেতা-কর্মী এ জমিনে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য শপথ গ্রহণ করছে।

তাঁরা বাংলার জমিনে ইসলামী আন্দোলনের যে বীজ বপন করেছেন, তা বিকশিত হয়ে গড়ে উঠেছে একটি তরুণ প্রজন্ম। তাদের নিরলস কর্ম, বক্তৃতা, লেখনীর মাধ্যমে এই দেশের মানুষ তাদেরকে নিজ গরজেই সম্মান করতে থাকবে। জাতি তাদের ঐতিহাসিক অবদানকে মূল্যায়ন করবে শতাব্দীর পর শতাব্দী। এই বীর সেনানীদের ভালোবাসতে থাকবে আর ঝড়াতে থাকবে চোখের পানি। পৃথিবীর প্রান্তে-প্রান্তে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করবে বিশ্ব মানবতা।

এই প্রহসনের বিচার আয়োজনের মাধ্যমে জাতি নতুন করে আবার জানলো সত্য ইতিহাস। প্রমাণিত হয়েছে জামায়াত নেতৃবৃন্দ কোনো মানবতাবিরোধী অপরাধ করেননি। তাঁদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “একজন আইনজীবী হিসেবে আমি বলতে চাই, মানবতাবিরোধী অপরাধে যে চারজনকে ফাঁসি দেয়া হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন আইনের অধীনে বিচার হলে তাদের কারোরই ফাঁসি হতো না। আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে বিচার করতে বলেছে, সেভাবে বিচার করা হলে কারোরই ফাঁসি হতো না বলে আমি মনে করি। সকলেই মুক্তি পেতেন।”

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শেষ দেখায় স্ত্রী তামান্না-ই জাহানকে ধৈর্য ধরতে এবং শান্ত থাকতে বলেছেন। তাঁর পুত্র আলী আহমাদ মাবরুর বলেন, “বিদায় বেলায় আব্বাকে একেবারেই শান্ত স্বাভাবিক দেখা গেছে। তবে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে তিনি বেশ রিঅ্যাক্ট করেছেন। তিনি বলেছেন, জীবনের শেষ দিনও সরকার আমাকে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। জনাব মুজাহিদ স্বজনদের বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। সরকার আমার কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি। তবু বুদ্ধিজীবীদের হত্যার কোনো প্রমাণ দিতে পারেনি। হত্যা তো নয়ই, বরং বুদ্ধিজীবী হত্যায় কথিত ষড়যন্ত্র ও সহযোগিতা করার বায়বীয় অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ বিহীন এমন ঢালাও অভিযোগ দিয়ে মৃত্যুদ- দিয়েছে। যে রকম অপরাধের কোনো প্রমাণ নেই সে অপরাধের জন্য ক্ষমা চাইবো কেন। জনাব আরো মুজাহিদ বলেছেন, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার বিষয়টি প্রচার করে সরকার আমাকে কাপুরুষ হিসেবে দেশ জাতি এমনকি বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু যারা আমাকে চিনে, আমার নীতি আদর্শ সম্পর্কে অবগত তারা কখনো এসব বিশ্বাস করবেনা। ক্ষমা প্রার্থনার নাটক করে সরকার দেশবাসী বিশেষ করে আমার দলের লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। হাশরের ময়দানে দেখা হবে স্ত্রীকে এমন সান্তনা দিয়ে বিদায়ের শেষ মুহূর্তে মুজাহিদ বলেছেন, সংসার জীবনে তোমার মত ভাল স্ত্রী পেয়ে স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞ। প্রতি উত্তরে মুজাহিদের স্ত্রী তামান্না-ই জাহান স্বামীকে একজন ভালো এবং নির্দোষ মানুষ হিসেবে প্রশংসা করেন।”

দ্বীনের যে অকুতোভয় সৈনিক তার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করেছেন আপসহীন ভূমিকা। কোনো শক্তির কাছেই তিনি মাথা নত করেননি। আজ আমাদের প্রিয় নেতা জনাব মুজাহিদ ভাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এক সাহাবী রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.)! কবরে সকল মুমিনের পরীক্ষা হবে, কিন্তু শহীদের হবে না, এর কারণ কী? হুজুর (সা.) জবাবে বললেন, তার মাথার ওপর তলোয়ার চমকানোই তার পরীক্ষার জন্য যথেষ্ট।’

আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে সারা বাংলাদেশে নয়, বরং ছুটে বেড়িয়েছেন পৃথিবীর অনেক প্রান্তে। মিথ্যা কালিমা আর ষড়যন্ত্রের কালো কাপড় কি সেই আলোচ্ছটাকে আবৃত করতে পারে? যেই শির আজন্ম এক পরওয়ারদিগার ছাড়া কারো কাছে নত হয়নি, ফাঁসির আদেশে সেই শির দুনিয়ার কোনো শক্তির কাছে নতি শিকার করতে পারে?

যুগে যুগে নবী-রাসূল ও সত্যপন্থীদের ওপর জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন, নিপীড়ন হয়েছে নানাভাবে, নানা কৌশলে। কিন্তু কোন দলন নিপীড়নই ইসলামী আন্দোলনের পথচলা থামিয়ে দিতে পারেনি, এখনও পারবে না ইনশাআল্লাহ। ইতিহাস বলে শহীদের রক্ত বৃথা যায় না। শহীদের রক্তের সিঁড়ি বেয়ে বিজয় আসবেই।

তিবরানীতে হযরত মুয়াজ বনি জারুন (রা.) থেকে বর্ণিত একটি হাদীস যাতে বলা হয়েছে যে, ইসলামের রাজনৈতিক অবস্থা যখন বিকৃত হয়ে যাবে, তখন বিপদগামী শাসকরা কর্তৃত্বশীল হবে এবং তারা সমাজকে ভ্রান্ত পথের দিকে নিয়ে যাবে। তাদের নির্দেশ মেনে চললে জনগণ গোমরাহ হয়ে যাবে। আর তাদের নির্দেশ অমান্য করলে তারা তাদের হত্যা করবে। এ কথা শোনার পর লোকেরা জিজ্ঞেস করলো তারপর তারা কি করবে, তিনি বললেন : সে সময়ে তোমাদেরকে হযরত ঈসার সহচরগণ যা করছিল তাই করতে হবে। তাদেরকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে। শূলে চড়ানো হয়েছে, তবুও তারা বাতিলের কাছে আত্মসর্মপণ করেননি।

শহীদের রক্ত আর মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। রাসূল (সা.) মুয়ায (রা.) কে বললেন, হে মুয়ায! মাযলুমের দোয়া থেকে ভীত থাকবে, কারণ মাযলুম যখন আল্লাহর নিকট দোয়া করে তখন তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুতরাং জেল-জুলুম, নির্যাতন, হত্যা, ফাঁসি আমাদের জীবনে নতুন হলেও ইসলামী আন্দোলনে তা একেবারেই পুরাতন। তাই আসুন, শোককে শক্তিতে পরিণত করে শহীদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে গড়ে তুলি একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। মহান পরওয়ারদিগার শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন। [সমাপ্ত]

 

http://www.dailysangram.com/post/308895