২১ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, ৮:২৫

সাঁথিয়ায় পুলিশকে বেধড়ক পেটাল ছাত্রলীগ

পাবনার সাঁথিয়ায় গতকাল পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষাকেন্দ্র সোনা উচ্চবিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের ঢুকতে না দেয়ায় শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক পিটিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতারা। এ সময় পুলিশ দুইজনকে আটক করলেও পরে একজনকে ছেড়ে দেয়।

জানা যায়, সকালে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পর পরই নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের ছোটভাই নাগডেমড়া ইউনিয়ন (খ) ছাত্রলীগের সাধারণ সস্পাদক আরমান হোসেন মানিকের নেতৃত্বে সাত-আটজন ছাত্র নেতাকর্মী সোনাতলা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ঢুকার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিক ঢুকতে বাধা দিলে আরমানসহ কয়েকজন মিলে পুলিশকে বেধড়ক পিটিয়ে জখম করে। খবর পেয়ে সাঁথিয়া-বেড়া এএসপি পুলিশ সার্কেল আশিস বিন হাসান ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে চাপ সৃষ্টি করায় চেয়ারম্যান হারুন অর রশিদ ছোটভাই আরমান হোসেন মানিককে (২২) ও ভাতিজা রাকিবুল হাসানকে (১৬) পুলিশের হাতে সমার্পণ করেন। জিজ্ঞাসাবাদের পর রাকিবুলকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে এএসপি সার্কেল আশিস বিন হাসান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন মানিককে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে

http://www.dailynayadiganta.com/detail/news/270220