রাজধানীতে গতকাল ছিল তীব্র যানজট। ছবিটি বাংলামোটর এলাকার
১৯ নভেম্বর ২০১৭, রবিবার, ১১:১৮

তীব্র যানজটে ভোগান্তির একশেষ

মোহাম্মদপুরের আবুল বাসার দুপুর ১২টায় মতিঝিলের উদ্দেশে রওনা দিয়ে পৌঁছেছেন সাড়ে ৩টায়। সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ। শাহবাগ থেকে রাস্তায় তীব্র যানজট। যে কারণে এই ভোগান্তি। গতকাল এভাবেই যানজটে রাস্তায় রাস্তায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ পথচারীরা। শাহবাগ থেকে রাস্তায় বন্ধ থাকায় এবং পথে পথে মিছিলের কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন।

মোহাম্মদপুর থেকে মগবাজার যাচ্ছিলেন কামাল হোসেন। আড়াই ঘণ্টা বসে গাড়িটি বসুন্ধরা মার্কেট এলাকায় আসে। কখন মগবাজার পৌঁছতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে গতকাল অসহনীয় যানজটে চরম ভোগান্তির শিকার হন পথচারীরা। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে মানুষ অসহ্য হয়ে যান। অনেকে গাড়ি ছেড়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেন। এ দিকে তীব্র এই যানজটের কারণে নির্দিষ্ট সময় গাড়ি না পেয়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করেন। সেখানেও মানুষের দুর্ভোগের কমতি ছিল না। ভুক্তভোগীরা বলেছেন, নাগরিক সমাবেশকে কেন্দ্র করেই এই যানজট।
পথচারীরা বলেছেন, দিনের শুরুটায় পথচারীরা মোটামুটি স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারলেও দুপুরের আগে আগে শুরু হয় যানজটের তীব্রতা। ওই সময় থেকেই যানজট শুরু হয়। সময় যত বাড়তে থাকে যানজটের তীব্রতাও ততই বাড়তে থাকে। উত্তরা থেকে মতিঝিলে আসা কাইউম নামের এক যাত্রী বলেন, তার সাড়ে ৩ ঘণ্টা সময় লেগেছে। সাগর নামের এক যাত্রী বলেন, মোহাম্মদপুর থেকে সেগুন বাগিচায় আসছিলেন। আড়াই ঘণ্টা তিনি শাহবাগ আসেন। দুপুরে তার সেগুন বাগিচায় এসে খাওয়ার কথা ছিল। কিন্তু সেগুন বাগিচা পৌঁছতে বিকেল ৪টা। তিনি বলেন, শাহবাগ পর্যন্ত আসার পর গাড়ি আর আসেনি। সেখানেই নেমে যেতে হয়েছে। শাহবাগ থেকে সেগুন বাগিচায় তাকে হেঁটে আসতে হয়েছে।

এ দিকে সমাবেশের কারণে সৃষ্ট যানজট বিকেলের দিকে পুরো শহরেই ছড়িয়ে পড়ে। যানজটের কারণে মানুষ পড়েন চরম দুর্ভোগের মধ্যে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হন। অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছেন। গতকাল অনেককেই দেখা গেছে শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে হেঁটে যাচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটের মৈত্রী পরিবহনের এক চালক বলেন, একটি বাস দিনে চার-পাঁচটি ট্রিপ মারতে পারে। অথচ গতকাল সকালে মোহাম্মদপুর থেকে মতিঝিলে একবার ট্রিপ দিয়েছেন। পরে দুপুরের দিকে মতিঝিল থেকে রওনা হয়েছিলেন মোহাম্মদপুরের উদ্দেশ্যে। কিন্তু পৌঁছতে সন্ধ্যা লেগে যায়।
এ দিকে রাস্তায় রাস্তায় যানজট থাকায় যানবাহন সঙ্কট সৃষ্টি হয়। বিকেলের দিকে রাজধানীর মতিঝিলে দেখা যায় কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন বাসের জন্য। কিন্তু কোনো বাস নেই।

 

http://www.dailynayadiganta.com/detail/news/269656