হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া সেনাবাহিনীর গাড়ি
১৮ নভেম্বর ২০১৭, শনিবার, ১০:৩৩

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরো ১০ প্রাণ


দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ চারজন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে ও ভোরে নগরীর উপকণ্ঠে বায়া ও জেলার গোদাগাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
বায়া এলাকায় নিহতরা হলেনÑ শহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী শামীমা খাতুন (৩০) ও জেলার মোহনপুরের তেবাড়ি সাধুপাড়া এলাকার আরজেদ খানের ছেলে বাসযাত্রী খোরশেদ আলী (১৮)। এ ছাড়া গোদাগাড়ীতে নিহত হন ফল ব্যবসায়ী শামসুল হক (৪০)।
খড়িবোঝাই ভটভটি ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৬৩) ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত এক বাসযাত্রী হাসপাতালে মারা যান। ওই ঘটনায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। এতে আরো ৩০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস রাজশাহী নগরীর উপকণ্ঠে বায়া উত্তরা হিমাগারের সামনে একটি খড়িবোঝাই ভটভটি ওভারটেক করতে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা যান। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাদের সাত বছরের মেয়ে শর্ষি খাতুন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় আহত বাসের ১৫ যাত্রীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রী খোরশেদ আলী বিকেলে মারা যান।
এ দিকে জেলার গোদাগাড়ীতে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন পিকআপ ভ্যানে থাকা আরেক ফল ব্যবসায়ী আবুল হায়াত (৩০)। শুক্রবার ভোরে গোদাগাড়ী উপজেলার গোপালপুর নাইস মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারীতে সেনাবাহিনীর এপিসি (আরমড পারসন ক্যারিয়ার) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার সময় দুইটি সিএনজিকে চাপা দেয়ায় সিএনজি যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো চারজন। গতকাল সকাল ৮টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার মুন্সী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ রোকেয়া বেগম (৫৫) ও তার ছেলে আবদুল মান্নান (৩৫)। তাদের বাড়ি ফটিকছড়ির পাঁচ পুকুর এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেনÑ হাটহাজারী পৌর এলাকার বাসিন্দা আবদুস ছবুর (২২) ও রোকেয়া বেগম (৩৩), মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের আশরাফ সিকদার (২৫) ও মো: জাহেদ (৪৫)। আবদুস ছবুর ও আশরাফ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো: বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের সহযোগিতায় বেলা ১০টায় উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো: মহিউদ্দিন মিজান গাজী নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। ভাণ্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেলে মিজান ভাণ্ডারিয়া থেকে তার নিজ বাড়ি পৈকখালী যাওয়ার পথে অপর দিক থেকে আসা নসিমনের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। আহত মিজানকে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালে নিয়ে যাওয়া হয়। পথে তার মৃত্যু হয়। ঘাতক নসিমনকে আটক করেছে থানা পুলিশ।

নাটোর সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড় গোল চত্বরে গতকাল সন্ধ্যায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ইকবাল আহম্মেদ (২৬) নামে এক যুবক নিহত ও তার বাবা আয়নাল হক (৫২) গুরুতর আহত হয়েছেন। তারা বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। বনপাড়া বাজার থেকে তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ইকবাল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ার ফুলদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বগুড়া শহরতলীর ওই এলাকায় শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সাথে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসের চালক বগুড়ার শাহজাহানপুর উপজেলার হেলেনচাপাড়ার মৃত হোসেন আলীর ছেলে ভেটু মিয়া (৪০) মারা যান। এ ছাড়া আহত হন আরো ছয়জন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেনÑ বগুড়ার গাবতলী উপজেলার চকবোজাই এলাকার হান্নানের স্ত্রী জুলেখা বেগম (৩৮), তার মেয়ে মনিষা ফারজানা (১৩), শাহজাহানপুরের মাদলা এলাকার সাইফুল ইসলামের ছেলে রেজাউল (৩০), বগুড়ার নন্দীগ্রামের ভাটরা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মেয়ে জান্নাতুল নাইম সেতু, গাবতলীর চকবোছাই এলাকার মৃত সুফিয়ানের ছেলে হান্নান (৫১), বগুড়ার নন্দীগ্রামের ভাটরা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে জান্নাতুল জর্জিয়া শিখা (১৫)।
নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় হামিদা বিবি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুদুপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামিদা বেওয়া একই গ্রামের মৃত বাহার আলী স্ত্রী।
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার হরিতলা গ্রামের সুজন মিয়া (২৮), একই থানার দিগাম্বর গ্রামের সুজন দেব (২২), সিলেটের বিশ্বনাথ থানার লামাকাজি গ্রামের অর্জুন (২৫) এবং অজ্ঞাত একজন পুরুষ ও অ্যাম্বুলেন্স চালক অজ্ঞাত (২২)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার তাজপুর বাজারে মহাসড়কে মাল খালাস করতে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে শেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স (নং-মৌলভীবাজার-জ-০২-০০৫৬) জোরে আঘাত করে। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুল হকের নেতৃত্বে দু’টি ব্রিগেট আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সটি সিলেটের কোনো হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসার সময় ওই সব যাত্রী বহন করছিল।

 

http://www.dailynayadiganta.com/detail/news/269344