১৫ নভেম্বর ২০১৭, বুধবার, ১০:২২

এসআইবিএলের ৭ পরিচালকের পদত্যাগ

এবার সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাত পরিচালক পদত্যাগ করেছেন। তাদের মধ্যে চারজন স্বতন্ত্র ও তিনজন শেয়ারধারী পরিচালক। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তারা পদত্যাগপত্র দেন বলে ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের জানিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে তিনি উল্লেখ করেন। পদত্যাগী চারজন স্বতন্ত্র পরিচালক হলেন- আবদুর রহমান আবদুল মুহিত, এএফএম আসাদুজ্জামান ও মইনুল হাসান। তিনজন শেয়ারধারী পরিচালক হচ্ছেন ইউসুফ হারুন ভূঁইয়া, লিলি আমিন ও আফিয়া বেগম।

পরিচালনা পর্ষদের সভায় নতুন করে আরো নয়জন পরিচালক নিয়োগ দেয়া হয়। এরই মধ্যে সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারী পরিচালক। তবে তাদের নাম প্রকাশ করেনি ব্যাংকটি। গত ৩০শে অক্টোবর এসআইবিএলের শীর্ষ পদে বড় পরিবর্তন হয়। পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ও ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে। চলতি বছরের শুরুর দিকে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়। ইউনাইটেড গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির প্রায় ৩১ শতাংশ শেয়ার কিনে নেয়। পরে এই শেয়ার ছেড়ে দিলে তা ২০টি প্রতিষ্ঠানের নামে কিনে নেয় দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এস আলম।

http://www.mzamin.com/article.php?mzamin=92034