১২ নভেম্বর ২০১৭, রবিবার, ৬:০৯

চারশ’ কোটি টাকার সরকারি জমি বেহাত

সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) মধ্যে দ্বন্দ্বে ৪০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি হাতছাড়া হয়ে গেছে। এই জমিটি তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। অবহেলা ও মামলার শুনানি দ্রুততায় (ব্যাড টাইমিং) করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিএসইসি’র অধীনে ৭ বিঘা এই জমিটির মালিক মিসিরস রহিম মেটাল ইন্ডাস্ট্রিজ। নামমাত্র আড়াই কোটি টাকায় অজ্ঞাত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে হারিয়ে যাচ্ছে এ জমিটি। কোনো প্রকার টেন্ডার ছাড়াই রহিম মেটাল ইন্ডাস্ট্রিজটি ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকারের সময়ে মিসিরস মাস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

দুই কিস্তিতে ৭১ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করার পর বাকি অর্থ পরিশোধে ব্যর্থ হয় মাস্টার ইন্ডাস্ট্রিজ। কিন্তু আর কোনো অর্থ পরিশোধ না করেই তারা ওই জমি ও এতে থাকা মেশিনারি ভোগ করতে থাকে পরবর্তী ২২ বছর। আদালতের আদেশবলে ২০০২ সালে এই কারখানাটির মালিকানা নিয়ে নেয় সরকার। ওই আদেশে জমাকৃত অর্থও বাজেয়াপ্ত করা হয়। এরই প্রেক্ষিতে ঢাকায় হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দাখিল করে মাস্টার ইন্ডাস্ট্রিজ। এখানে উল্লেখ্য, গৃহায়নের জন্য ওই জমির একটি অংশ ভাড়া নেয় বিএসইসি। একই সঙ্গে শিল্পোন্নত হিসেবে ওই জমিটির উন্নয়নের জন্য একটি খসড়া প্রকল্প তৈরি করা হয়। কিন্তু আদালতে করা আপিল এবং তা মুলতবি থাকার কারণে এ প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষমাণ থাকে। এরই মধ্যে সরকার ও বিএসইসি’র মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের সুযোগ নেয় একটি ভূমিদস্যু চক্র। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসইসি। ওই অবস্থায় এই মন্ত্রণালয় হতবাক হয়ে যায়। সময় স্বল্পতার কারণে আদালতে শুনানিতে স্বনামধন্য কোনো আইনজীবীকে নিজেদের পক্ষে নেয়ার সুযোগ পর্যন্ত পায় নি বিএসইসি। পর্যবেক্ষণে দেখা গেছে, এক্ষেত্রে সরকারের যে ভূমিকা ছিল তাতে আন্তরিকতার অভাব ছিল এবং দেশের দুটি প্রতিষ্ঠানে (অর্গান) উত্তেজনা বিরাজমান ছিল- তাই সরকারের এই সম্পত্তিটি ইচ্ছামতো নিয়ে নিতে পেরেছে ভূমিগ্রাসীরা। এ অবস্থায় এই জমিটি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপই শুধু প্রয়োজন নয়, একই সঙ্গে হাইকোর্ট বা আপিলেট ডিভিশনে যেসব আপিল মুলতবি আছে একই রকম ঘটনায়, সে বিষয়েও তার হস্তক্ষেপ প্রয়োজন।

http://www.mzamin.com/article.php?mzamin=91565