৮ নভেম্বর ২০১৭, বুধবার, ১০:২৯

কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড নীতিমালার পরিবর্তন

কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) নীতিমালা পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত নীতিমালায় এখন থেকে ফান্ডে মূল বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ কর্তন করা যাবে। বিদ্যমান নীতিমালায় মাসিক কর্তনের হার ৮ %-এর কম হবে না বলে উল্লেখ ছিল। কিন্তু এই হিসাব সব ক্ষেত্রে অভিন্নভাবে প্রতিপালন করা হচ্ছে। তা ছাড়া ভগ্নাংশের কারণেও নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এসব কারণে এই পরিবর্তন করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সম্প্রতি এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ‘সরকারের পেনশন স্কিমের আওতা বহির্ভূত রাষ্ট্রায়ত্ত/ স্বশাসিত/ বিধিবদ্ধ সংস্থা এবং অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য প্রযোজ্য দি কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৭৯-এর রুল ৮-এর ১(বি) ও রুল ১১(২)-এর বিধান অভিন্নভাবে প্রতিপালন হচ্ছে না। এই নীতি অভিন্নভাবে প্রতিপালনের দু’টি নির্দেশনা জারি করা হলো।
এর একটি নির্দেশনায় পরিপত্রে বলা হয়েছেÑ রুল ৮-এর ১(বি) অনুযায়ী বর্ণিত তহবিলে মাসিক কর্তনের হার চাঁদাদাতার মূল বেতনের ৮ %-এর কম হবে না। এখন ভগ্নাংশ পরিহার করে মাসিক কর্তনের হার চাঁদাদাতার মূল বেতনের সর্বোচ্চ ১০% (দশ শতাংশ) নির্ধারণ করা হলো।’

দ্বিতীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘মাসিক কর্তনের হার সর্বোচ্চ ১০% হলেও রুল ১১(২) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন চাঁদাদাতার মূল বেতনের ৮ %-এর সমান হবে।’

http://www.dailynayadiganta.com/detail/news/266409