৪ নভেম্বর ২০১৭, শনিবার, ৯:০৮

ভুয়া পুলিশের দৌরাত্ম্য

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সোনালী ব্যাংকের পাশের ফুটপাথে বেশ জটলা। এক যুবককে ঘিরে ধরে আছেন অনেক মানুষ। পুলিশ পরিচয়ে ওই যুবকের পকেট থেকে এক হাজার ২০০ টাকা নিয়ে উধাও দু’জন। গত ৫ অক্টোবরের ঘটনা। রাজশাহীর ইটখোলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একটি পাটকলের গাড়ি থামিয়ে ওই প্রতিষ্ঠানের ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৮ অক্টোবর টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই কৃষককে অপহরণ এবং তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এভাবেই দেশজুড়ে চলছে ভুয়া পুলিশের দৌরাত্ম্য। প্রায়ই পুলিশ পরিচয়ে ঘটছে ছিনতাই, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ। মাঝে মধ্যে এরা ধরাও পড়ছে।
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ইত্তেফাক মোড়ে নম্বর প্লেটে সিআইডি লেখাসংবলিত একটি মোটরসাইকেল একজন পথচারীকে ধাক্কা মারে। মোটরসাইকেলে সিআইডি লেখা থাকলেও চালকের লম্বা চুল দেখে পথচারীদের সন্দেহ হয়। তারা বাগি¦তণ্ডায় লিপ্ত হলেও চালকের হুমকি-ধমকিতে ভয়ে সবাই চলে যান। একটু দূরে ট্রাফিক পুলিশ দায়িত্বরত থাকলেও তারা এগিয়ে আসেনি।

একাধিক সূত্র বলেছেন, সম্প্রতি বেশ কিছু অপরাধের সাথে কিছু পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। কক্সবাজারে ডিবি পুলিশের অর্থ কেলেঙ্কারির বিষয়টি ছিল বেশ আলোচিত। আর কিছু পুলিশ সদস্যের এ অপকর্মে দুর্বৃত্তরাও সুযোগ পেয়ে যাচ্ছে। এ সুযোগে অপরাধীরা পুলিশ সেজে নানা অপকর্ম করে চলছে। এরা বিভিন্ন সময় ধরাও পড়ছে। ডিবি পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতিকালে সম্প্রতি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশের গেটের সামনের রাস্তা থেকে পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পূর্ব বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গুলিভর্তি বিদেশী পিস্তল, মাইক্রো বাস, ডিবি পুলিশের পোশাক (ডিবি জ্যাকেট), টর্চ লাইট, ওয়্যারলেস সেট, লাঠি ও গামছা উদ্ধার করা হয়। ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়। গত ১৯ অক্টোবর জয়পুরহাটে পাঁচ ভুয়া ডিবিকে আটক করে জনতা। তাদের ব্যবহৃত গাড়িতে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিতরা। ডিবি পুলিশের পরিচয়ে বগুড়ার দুপচাঁচিয়া এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে তিন লাখ টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে গণধোলাই দেয়া হয়। ছিনতাইকারীদের একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ৯ অক্টোবর সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইকালে আটক করা হয়েছে চার ভুয়া ডিবি পুলিশকে। বগুড়ার শেরপুরে প্রকাশ্য দিবালোকে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরশহর থেকে এই চারজনকে আটক করে। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করে পুলিশ।

চলতি বছরের ২০ মে অস্ত্রসহ ভুয়া ডিবির ১৬ সদস্যকে গ্রেফতার করে ডিএমপির ডিবি টিম। তাদের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দু’টি খেলনা পিস্তল, দু’টি চাপাতি, চারটি ছুরি, দু’টি ওয়াকিটকি, তিনটি ডিবি জ্যাকেট, চারটি হ্যান্ডকাফ, দু’টি বেতের লাঠি, একটি কাঠের লাঠি, একটি ব্যাগ, দু’টি ডিবি স্টিকার, পুলিশের মনোগ্রামসংবলিত একটি খালি আইডি কার্ডের কভার, তাদের ব্যবহৃত দু’টি কার, দু’টি মাইক্রো বাস ও একটি আর্মি জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগ গ্রেফতার করে ১২ জন ভুয়া ডিবির সদস্যকে। গত ৩ এপ্রিল রাজধানীর ডেমরায় এক অভিযানে চার ভুয়া ডিবি পুলিশ আটক করেছিল র্যাব-১০। তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, সিগন্যাল লাইট, চার লাখ ৬৯ হাজার ৫০০ টাকা ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে সময় র্যাব-১০ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিয়ষটি নিশ্চিত করেন। এভাবে মাঝে মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়ছে ভুয়া পুলিশ সদস্য। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও পোশাকসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময় প্রতারকরা এভাবে গ্রেফতার হলেও খোলা বাজারে পুলিশের সরঞ্জামাদি বিক্রি বন্ধ হচ্ছে না।
মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেছেন, এ ধরনের অপরাধীরা প্রায়ই গ্রেফতার হয়। তাদের ব্যাপারে সব সময়ই সজাগ থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোথাও এভাবে সন্দেহ হলে তাৎক্ষণিক থানা পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি।

http://www.dailynayadiganta.com/detail/news/265391