২৮ অক্টোবর ২০১৭, শনিবার, ৯:০১

প্রশ্নপত্র জালিয়াত চক্রে চবি ছাত্রলীগ নেতা সৌরভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীায় জালিয়াতচক্রের সদস্য সন্দেহে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমেদ সৌরভকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) এস এম মোবাশ্বের হোসেন বলেন, ভর্তি পরীায় জালিয়াতিতে জড়িত অভিযোগে গত বুধবার আটক নাজমুল কবিরের দেয়া তথ্যের ভিত্তিতে সৌরভকে আটক করা হয়। তার কাছেও দুটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। এটি একটি সঙ্ঘবদ্ধ চক্র। এ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত।

জালিয়াতচক্রের সদস্য হিসেবে আটক ইশতিয়াক আহমেদ সৌরভ নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
বায়েজিদ থানার ওসি আবুল কালাম জানান, ‘মঙ্গলবার আটক নাজমুল কবিরের সাথে সৌরভের সম্পৃক্ততা পাওয়া গেছে। ইতোমধ্যেই নাজমুল কবিরের বিরুদ্ধে পাবলিক পরীা অধ্যাদেশ ১৯৮০ সালের ১৩ ধারায় মামলা করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন বৃহস্পতিবার।
অভিযান পরিচালনা করা বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক আবছার উদ্দিন রুবেল বলেন, ‘আটক ইশতিয়াক আহমেদের সঙ্গে আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের সঙ্গে ঢাবির বড় জালিয়াতচক্রের সম্পৃক্ততা থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

http://www.dailynayadiganta.com/detail/news/263586