১৮ অক্টোবর ২০১৭, বুধবার, ১০:৫৩

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ

কয়েক মাস ধরে মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ। চলতি অর্থবছরের (২০১৭-১৮) শুরু থেকেই এ মূল্যস্ফীতি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১২ শতাংশ যা গত অর্থবছরে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। বন্যা ও অতিবৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একনেক সভা শেষে গতকাল পরিকল্পনা কমিশনে এক ব্রিফিংয়ে তিনি বিবিএসের এ তথ্য প্রদান করেন। এ সময় পরিকল্পনা কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।

বিবিএসের তথ্যানুযায়ী, প্রথম তিন মাসে জুলাই-সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতির হার ৫.৮৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে গ্রামে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২১ শতাংশ এবং শহরের ৫ দশমিক ৯৫ শতাংশ। চাল, শাকসবজি, দুধ, গোশত, অন্যান্য খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। খাদ্য বহির্ভূত খাতে, পরিধেয় বস্ত্র, জ্বালানি ও আলো, বাড়িভাড়া, আসবাবপত্র, চিকিৎসা সেবা ও পরিবহন এবং শিক্ষা উপকরণের দাম বেড়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী মাস থেকে মূল্যস্ফীতি কমে যাবে।

http://www.dailynayadiganta.com/detail/news/260976