১২ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার, ১১:৫৬

চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়

হাটহাজারী গ্রিড সাব-স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে গতকাল বুধবার চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়।
চট্টগ্রামে পিডিবির সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, বিকেলে হাটহাজারী গ্রিড সাব-স্টেশনের ব্রেকার নষ্ট হয়ে গেলে সরবরাহ বন্ধ হয়ে যায়। ৭টার দিকে আবার সরবরাহ শুরু হলেও রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত চার জেলার অধিকাংশ এলাকা ছিল বিদ্যুৎহীন। এর আগে দুপুর পৌনে ১টার দিকে হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী সঞ্চালন লাইনে কারিগরি ত্রুটির ফলে চট্টগ্রামে পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘দুপুরে সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ ছিল না। দুপুর ১টা ২৫ মিনিটে ত্রুটি সারানোর পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।’
বিকেলে হাটহাজারী গ্রিড সাব-স্টেশনে গোলযোগ দেখা দিলে আবারও সরবরাহ বল্পব্দ হয়ে যায় জানিয়ে তিনি বলেন, ‘৭টার পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আবার শুরু করা গেছে।’
হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী জাতীয় গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় চট্টগ্রাম অঞ্চলে। এ ছাড়া হাটহাজারী গ্রিড সাব-স্টেশনে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ফলে দুটো ঘটনাতেই পুরো চট্টগ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দাশ গ্রিড সাব-স্টেশনের ব্রেকার মেরামতের কথা জানিয়ে বলেন, ‘ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

http://www.samakal.com/whole-country/article/1710708