১২ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার, ১১:৪৬

নূরুল ইসলাম বুলবুল আরো দুই দিনের রিমান্ডে

মতিঝিল থানার একটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলকে আরো ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে পৃথক দু’টি মামলায় ৬ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গতকাল মহানগর হাকিম আদালতে হাজির করে মতিঝিল থানায় ২০১২ সালের ৯(১১)১২ নং মামলায় তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানী শেষে এডভোকেট এসএম কামাল উদ্দিন জানান, ২০১২ সালের ৫ নভেম্বরের ঘটনার মামলায় এতো দিন পর রিমান্ডে নেয়া হয়েছে। অথচ মামলার কোন অগ্রগতি নেই। তিনি বলেন, নূরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। মামলার এজহারে উল্লেখিত ঘটনার স্থলে তিনি উপস্থিতও ছিলেন না। তারপরও রিমান্ডে নেয়ার কোন যৌক্তিকতা নেই।
শুনানীতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট আশরাফুজ্জামান শাকিল, এডভোকেট আরিফ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নূরুল ইসলাম বুলবুলসহ ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকিরসহ জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কদমতলী থানা পুলিশ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

http://www.dailysangram.com/post/303176