ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের সঙ্কট নিরসনের দাবিতে কাঁটাবন এলাকায় শিক্ষার্থীদের অবরোধ
৯ অক্টোবর ২০১৭, সোমবার, ১০:১৭

সাত দিনের আলটিমেটাম

৫ দফা দাবি : অধিভুক্ত কলেজশিক্ষার্থীদের অবরোধ

অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলতে মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিার্থীরা। এ দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে তারা জানান।
গতকাল সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পালিত অবরোধ ও বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, শেষ বর্ষের লিখিত পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার আগেই সাত কলেজ ঢাবির অধিভুক্ত হয়। কিন্তু প্রায় ৯ মাস পার হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। অন্য কলেজগুলোর শিার্থীরা আরো চার মাস আগে রেজাল্ট পেয়েছে। কিন্তু আমরা এখনো পাইনি। এতে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছি না আমরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এখন আন্দোলন ছাড়া কোনো পথ নেই, প্রয়োজনে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। এ সময় তারা পাঁচ দফা দাবিতে সাত দিনের আলটিমেটাম দেন। দাবিগুলো হলোÑ শাহবাগের ঘটনায় এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।
এ দিকে আন্দোলনকারীদের সাথে দেখা করতে এসে তাদের দুর্ভোগের ভার নিজেদের কাঁধে তুলে নেন ঢাবি ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। গতকাল রোববার বেলা সোয়া ১২টায় তিনি নীলেেত আসেন। এ সময় শিার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা দুঃখ প্রকাশ করছি। তোমাদের ওপর যে দুর্ভোগ তা আমাদের ওপরও বর্তায়। এ সময় আগামী নভেম্বরের মধ্যে ফল ঘোষণার আশ্বাস দিয়ে তিনি বলেন, সম্ভব হলে নভেম্বরের আগেই ফল জানিয়ে দেয়া হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, যখন ঢাবির ওপর দায়িত্ব পড়েছে তখন অনেক ব্যবস্থাপনা আমাদের ছিল না। আমি তখন দায়িত্বে ছিলাম না। আগেও টের পেয়েছি। এখন বেশি টের পাচ্ছি। আমাদের সমতা ছিল না। তিনি আরো বলেন, ঢাবির শিার্থী ৩০ হাজার, কিন্তু আমাদের অধীনস্ত সাত কলেজের শিার্থী তিন লাখ। মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছিল, লোকবলের অভাব, সার্বিক ব্যবস্থাপনার অভাবে সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয়নি। তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য যা যা করণীয় তা গ্রহণ করেছি। আমরা একটু সময় চেয়েছি। তবে এ মাসেই ফলাফল ঘোষণা করার দাবি জানায় শিক্ষার্থীরা। তারা বলেন, ভিসি স্যার আসায় আমরা খুশি কিন্তু রেজাল্ট না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাত কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা ২৩ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৬ সনের সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হয়নি। যথাসময়ে তা জানিয়ে দেয়া হবে বলে এতে উল্লেখ করা হয়।

http://www.dailynayadiganta.com/detail/news/258396