৯ অক্টোবর ২০১৭, সোমবার, ৯:৪১

নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমীর নূরুল ইসলাম বুলবুলসহ গ্রেফতারকৃত ১০ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার তাদেরকে ৬ দিনের রিমান্ড শেষে মহানগর হাকিম প্রণব কুমার হুই এর আদালতে হাজির করে পুলিশ।
গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমীর নূরুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকিরসহ জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকে গ্রেফতার করে পুলিশ। কদমতলী থানা পুলিশ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মামলা নং ৭০(৯)১৭ ও ৭১(৯)১৭। পরদিন মহানগর হাকিম আদালত দুই মামলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গতকাল শুনানি শেষে জামায়াত নেতৃবৃন্দের আইনজীবী এডভোকেট এসএম কামাল উদ্দিন জানান, আসলে কাল্পনিক অভিযোগে সাজানো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করিয়েছে তার সাথে তাদের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাদের গ্রেফতার করা হয়।
এ সময় আদালতে এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট ইউসুফ আলী, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট পারভেজ হোসেন, এডভোকেট রোকন রেজা শেখ, এডভোকেট আবু বকর, এডভোকেট আজিমুদ্দিন, এডভোকেট আশরাফুজ্জামান শাকিলসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

http://www.dailysangram.com/post/302701