৩ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ১০:০২

সরকারি অর্থেই মিরসরাইয়ে ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র

সরকার সারা দেশে ১০০টি অর্থনৈতিক জোন করার পরিকল্পনা নিয়েছে। এসব জোনে গড়ে ওঠা শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোয় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য এখন নিজস্ব অর্থায়নেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হচ্ছে। ইতোমধ্যে কয়েকটিতে সঞ্চালন লাইনও নির্মাণ করা হয়েছে। প্রায় তিন হাজার হেক্টর জমির ওপর প্রস্তাবিত মিরসরাই অর্থনৈতিক জোনের জন্য ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশর্^বর্তী এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের সন্নিকটে দুই হাজার ৯১১ দশমিক ৮৩ হেক্টর জমি নিয়ে মিরসরাই অর্থনৈতিক জোন করার পরিকল্পনা এগিয়ে চলছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে এই অঞ্চলে ৪০ মেগাওয়াট, ২০২২-২৩ অর্থবছরে ১০০ মেগাওয়াট এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দেবে। ফলে এখানে দ্রুত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা দরকার। আর এর জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে পরিকল্পনা কমিশনের কাছে। প্রকল্প ব্যয়ের মধ্যে ৯১৪ কোটি ৭০ লাখ ৩১ হাজার দেবে বাংলাদেশ সরকার। বাকিটা সংস্থা নিজেই অর্থায়ন করবে আর বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আরপিসিএল, পাওয়ারসেল।

প্রকল্পের বেশ কিছু ব্যয়ের ব্যাপারে পরিকল্পনা কমিশন আপত্তি তুলেছে এবং ব্যয়ের অঙ্ক পর্যালোচনার জন্য সুপারিশ করেছে। ১২ হাজার বর্গফুটের ছয়তলা আবাসিক ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা এবং ১২ হাজার বর্গফুটের তিনতলা অফিস ভবন নির্মাণের ব্যয়ও ছয় কোটি টাকা। এখানে প্রতি বর্গফুট পাঁচ হাজার টাকা দর ধরা হয়েছে। এখানে প্রকল্পের কর্মকর্তাদের বেতন বাবদ এক কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ ৪৭ লাখ ৬৪ হাজার টাকা অর্থাৎ মোট এক কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। অন্য দিকে কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় হবে দুই কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকা, যা বেতন খাতের ব্যয়ের চেয়ে ১৪৮ শতাংশ বেশি বলে কমিশনের কাছে মনে হচ্ছে।

http://www.dailynayadiganta.com/detail/news/256677