১ অক্টোবর ২০১৭, রবিবার, ১২:১৪

সারা দেশে আগস্ট মাসে হত্যাকান্ডের শিকার ১৪৩

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে হত্যাকান্ড হয়েছে ১৪৩টি। গড়ে প্রতিদিন ৪.৬১ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)এ তথ্য জানিয়েছেন। হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে।

গতকাল শনিবার সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে বিএইচআরসি জানায়, বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমন তথ্য পাওয়া গেছে ।
বিএইচআরসির ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়, ১৪৩টি হত্যার মধ্যে যৌতুকের কারণে ৪ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় হত্যা করা হয়েছে ১৮ জনকে। আর সামাজিক সহিংসতায় হত্যা ৪৯ জন।

এছাড়া রাজনৈতিক কারণে হত্যা ৪ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ৭ জন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু ৪ জন, অপহরণের পর হত্যা ৭ জন, গুপ্তহত্যা ৪ জন, রহস্যজনক মৃত্যু ৪১ জন ও ধর্ষণের পর ৫ জনকে হত্যা করা হয়েছে। আর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২২ জনের। আত্মহত্যা করেছের ২১ জন। এছাড়াও ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন, যৌন নির্যাতনের শিকার ১১ জন, যৌতুক নির্যাতন ৯ জন, এসিড নিক্ষেপ ১ জন এবং ৫ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
বিএইচআরসির মতে, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব।

http://www.dailysangram.com/post/301859