১৯ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার, ১০:৩০

ওএমএসের চালে ‘ফাঙ্গাস’

খোলা বাজারে চাল বিক্রির কর্মসূচিতে (ওএমএস) নিম্ন মানের চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও চালে ‘ফাঙ্গাস’ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এমন চাল অনেকটা খাওয়ার অনুপযোগী বলে ক্রেতাদের অভিযোগ। ডিলাররা জানিয়েছেন, সব চালের মান খারাপ না। কিছু বস্তায় খারাপ চাল থাকতে পারে। গতকাল কয়েকটি কেন্দ্র ঘুরে এমন তথ্য মিলেছে। রোববার থেকে শুরু হয়েছে সারা দেশে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম। রাজধানীসহ বেশির ভাগ কেন্দ্রে এবার দেয়া হচ্ছে আতপ চাল। ৩০ টাকা কেজিতে এই চাল কিনতে সাধারণ ক্রেতাদের তেমন আগ্রহ দেখা যায়নি গত দুইদিনেও। এফডিসি গেট সংলগ্ন কেন্দ্রে গত দুই দিনে খুব কম ক্রেতাই চাল কিনতে চান। ওই কেন্দ্রে চাল বিক্রেতারা জানিয়েছেন, এমনিতে ক্রেতার আগ্রহ কম। আবার কোনো কোনো বস্তার চালের মান খারাপ। এ চাল কেউ নিতে চায় না। মিরপুর ১০ নম্বরের ওএমএসের ডিলার আবদুল লতিফ দাবি করেন, তারা ওএমএসের মাধ্যমে যেসব চাল বিক্রি করছেন, তার মান ঠিক আছে। তবে অনেক সময় সরকারি গুদামের ভিন্নতার ওপর চালের মান নির্ভর করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনের ডিলার ইকবাল হোসেন জানান, নিম্নবিত্তের অভাবী মানুষ খোলাবাজার থেকে স্বল্প মূল্যে চাল কিনে থাকেন। খাদ্যগুদাম থেকে ওএমএসে খুবই নিম্নমানের চাল ডিলারদের গছিয়ে দেয়ার চেষ্টা চলে। এনিয়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ডিলারদের বচসার ঘটনাও ঘটছে। শেওড়াপাড়া এলাকার ওএমএস কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ক্রেতাদের ভিড় নেই।

http://www.mzamin.com/article.php?mzamin=83671