১১ সেপ্টেম্বর ২০১৭, সোমবার, ১০:৪৭

সামান্য বৃষ্টিতে অলিগলি সড়কে পানি ॥ দুর্ভোগে রাজধানীবাসী

সামান্য বৃষ্টিতেই রাজধানীর রাজপথ শুরু করে অলি গলি থৈ থৈ অবস্থা। গতকাল দুপুরের বৃষ্টির পর ভোগান্তিতে নাকাল হয়েছে নগরীর বেশিরভাগ মানুষ। বিশেষ করে বিকেলে অফিস ফেরত মানুষজনই বেশি ভোগান্তিতে পরেছেন। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক স্থানেই সৃষ্টি হয় তীব্র যানজটের। ফলে পরিবহন সংকটে ঘরে ফিরতে অবর্ণনীয় দুভোর্গের শিকার হয়েছে তারা।
আবহাওয়া অফিস সূত্র জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ মিলিমিটার ও দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

এদিকে গতকাল ভোওে সামান্য বৃষ্টিপাত হলেও সকাল ৯ টার পর থেকে আকাশ রৌদ্রোজ্জ্বলই ছিল। বেলা ২টার পর হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি নামায় অনেকেই জামা-কাপড়ে ভিজে বিপাকে পড়েন।

ভুক্তভোগীরা জানান, বৃষ্টিপাতের সময়কাল ছিল কম কিন্তু বৃষ্টির তীব্রতা ছিল খুবই বেশি। ফলে বৃষ্টির পানি রাস্তা থেকে সরতে পারেনি। সৃষ্টি হয় জলাবদ্ধতার। অনেক এলাকার অলি গলি পানিতে থৈ থৈ অবস্থা তৈরি হয়। কাকভেঁজা হয়ে অনেকে আশ্রয় নেন পাশের দোকান কিংবা অস্থায়ী কোন ছাউনির নিচে।
গতকালের দুপুরের বৃষ্টিতে পানি জমে যায় মতিঝিল, মালিবাগ, রাজারবাগ, পল্টন, শান্তিনগর, সায়েদাবাদসহ অনেক এলাকায়তেই। এই পানি রাস্তা থেকে সরতেও বেশ সময় লাগে। ফলে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে ভোগান্তি পড়েন তারা।

রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক রাস্তায় যানবাহন চলাচলও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, মৌচাক মালিবাগ ও শান্তিনগরে যানবাহন চলতে বেশ বেগ পেতে হয়েছে। যাত্রীরা হয়েছেন নাকাল। অনেকে বিকল্প পথ ঘুরে বাসায় পৌঁছেছেন।
রাস্তায় যখন পানি জমে বাস চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে তখন রিক্সা চালকদের পোয়া বারো অবস্থা। ৩০ টাকার ভাড়া ১২০ থেকে দেড়শ টাকাও আদায় করা হয়েছে। বাধ্য হয়ে মানুষজনকে বেশি ভাড়াতেই বাসায় ফিরতে হয়েছে। অনেক এলাকায় গলি মুখের রাস্তায় পানি জমে যাওয়ায় ৮/১০ মিটার দূরত্বের জন্য রিকশা বা ভ্যান ব্যবহার করতে হয়েছে। এই কয়েক কদমের রাস্তা পেরুতে ভাড়া দিতে হয়েছে ১০ থেকে ১৫ টাকা।

রাস্তায় পানি জমে থাকায় অনেক রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত কয়েক ঘন্টা যানজটে বসে থাকতে হয়েছে। অন্যদিকে কমলাপুর থেকে রাজারবাগ মালিবাগ মৌচাক হয়ে মগবাজার যেতেও রাস্তায় কাটাতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।
এদিকে ঈদের ছুটির পর গতকাল রোববার থেকেই পুরোদমে শুরু হয়েছে সব অফিস আদালতের কাজ। গত সপ্তাহে অফিস খুললেও সব অফিসেই উপস্থিতি ছিল কম। কিন্তু গতকাল থেকেই মুলত পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। ফলে শুক্রবার ও শবিবার দুদিন সরকারি ছুটির পর গতকাল রোববার থেকেই চিরচেনা রূপে ফিরেছে আমাদের ব্যস্ত এই নগরী। কিন্তু শুরুর দিনেই বৃষ্টিতে নাকাল হয়েছে নগরবাসী।

http://www.dailysangram.com/post/299265