১০ সেপ্টেম্বর ২০১৭, রবিবার, ১০:১৬

বিএসএফের নির্যাতনে পাটগ্রাম সীমান্তে যুবক নিহত

পাটগ্রাম সীমান্তে সোহেল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, নিহত সোহেলকে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহেলের বাড়ি বুড়িমারী বাজারের ইসলামপুর মৌজায়। তার বাবার নাম মহসিন আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে এলাকার লোকজন সোহেলকে ধরলা নদীর বালুর ওপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেন। পরে এলাকার লোকজন ও তার পরিবার তাকে পাটগ্রাম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ হাসপাতাল থেকে সোহেলের লাশ উদ্ধার করে লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বিএসএফ পিটিয়ে সোহেলকে হত্যা করেছে।
জানা গেছে, সোহেল শনিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় খেংটি সীমান্তের ওপারে ভারতের পানিশালা বিএসএফের সদস্যরা স্পিডবোটে এসে সোহেলকে আটক করে বেদম মারধর করে এবং মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েদ নেওয়াজ নিশাত বলেন, বিএসএফের নির্যাতনে সোহেলের মৃত্যু হয়েছে। খেংটি সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
তবে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার ফোরকানুল হক এ দাবি অস্বীকার করে বলেন, বিষয়টি আমিও শুনেছি। এ ব্যাপারে আমি সীমান্তের অনেক লোকজনকে জিজ্ঞেস করেছি। এমনকি সোহেলের যারা সাথী তাদেরও জিজ্ঞেস করেছি। তারা এ ব্যাপারে কিছু বলতে পারেনি। তার ধারণা, পারিবারিক কোনো কারণে হয়ত এ ঘটনা ঘটতে পারে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা ফিরোজ কবীর বলেন, সোহেলকে বিএসএফ নির্যাতন করেছে বলে লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্তের পরে সবকিছু জানা যাবে।

 

http://www.dailynayadiganta.com/detail/news/250525