৯ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ৮:০৫

আগস্ট মাসে রাজনৈতিক সন্ত্রাস

মুহাম্মদ ওয়াছিয়ার রহমান : আগস্ট মাসে মাঠে-ময়দানে কোন রাজনৈতিক কর্মসূচী ছিল না। তবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া বিভিন্ন বাধা-বিঘেœর মধ্য দিয়ে অব্যাহত ছিল। রাজনৈতিক ময়দান গরম ছিল মূলত ষোড়শ সংশোধনী রাতিল রায় ও পর্যবেক্ষ নিয়ে। সব মিলে অবস্থাদৃষ্টে মনে হয় আদালত ও তার রায় সম্পর্কে অতীতের যে ঘটনা ম্লান করে অব্যাহত আদালত অবমাননা ছিল লক্ষ্য করার মত। দেশের উত্তরাঞ্চলের বন্যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের সামর্থ্য অনুসারে ত্রাণ তৎপরতা পরিচালিত করে। এ মাসে অন্য রাজনৈতিক তৎপরতার মধ্যে নির্বাচন কমিশন সাংবাদিক, সুশীলসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ ছিল উল্লেখযোগ্য ঘটনা। আগস্ট মাসে ১৩২টি রাজনৈতিক ঘটনার তথ্যে নিহতের সংখ্যা ৭। এই ৭ জনের ৪ জনই খুন হয় আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে ১, যুবলীগের হাতে ১ এবং স্বেচ্ছাসেবক লীগের হাতে ১। এ মাসে রাজনৈতিক সংশ্লিষ্টতায় প্রাপ্ত তথ্যে আহত হয় ২৪২ জন এবং গ্রেফতার অনেক বেশী হলেও ১৯৭ জনের তথ্য পাওয়া গেছে বাকীদের পরিচয় প্রকাশিত হয়নি, গ্রেফতারকৃতরা অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং দ-প্রাপ্ত ৩৩ জন, এই ৩৩ জনের ছাত্রলীগের ১৮, যুবলীগের ১ এবং জেএমবির ১৪ জন। প্রাপ্ত তথ্যে আগস্ট মাসে নিহত হয়- (১) ময়মনসিংহ শহরে বঙ্গবন্ধু পরিষদের অনুষ্ঠানে আওয়ামী দলীয় কোন্দলে সৌরভ নামে একজন খুন, (২) নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের দলীয় কোন্দলে আজমল ফকির খুন, (৩) শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা ইকবাল হোসেন ফকির খুন ও (৪) নোয়খালীর হাতিয়ায় আওয়ামী লীগের দলীয় কোন্দলে যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন খুন হয়, (৫) কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেসা সরকারী কলেজের ছাত্রী স্মৃতি আক্তার ছাত্রলীগ লাকসাম পৌরসভার ওয়ার্ড নেতা আলম হোসেনের অনৈতিক কর্মকান্ডে আত্মহত্যা করে, (৬) চট্টগ্রামের জুবিলী রোডে যুবলীগ ক্যাডরের হাতে বন্ধু ইমরানুল করীম ইমন খুন এবং (৭) ঝিানইদাহ সদরে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কোন্দলে পৌর সভার ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন নিহত হয়।

আওয়ামী লীগ : ১ আগস্ট কক্সবাজারের রামু থানা পুলিশ রাবন্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক থোয়াইমংছিং মার্মাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। ২ আগস্ট খুলনা মহনগরীর ২২নং ওয়ার্ডের জাতীয় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলা স্কুল কেন্দ্রে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রতনের নেতৃত্বে পলাশ, আল-আমিন ও শাহ আলমসহ ১২-১৩ জন নেতা-কর্মী লাইন ভেঙ্গে জোর করে কার্ড নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, ফলে তারা সেখানে ভাংচুর করে। ৩ আগস্ট নড়াইল জেলার কালিয়ায় চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানকে কুপিয়ে জখম করে দলীয় প্রতিপক্ষ। ৪ আগস্ট নেত্রকোনার দুর্গাপুরে ডাকবাংলোর কাছে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় অনুষ্ঠানটি প- হয়। হামলায় আহতরা হলো- সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক, এসআই রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, বিএনপির তারা মিয়, হাবিব মিয়া, রতন মিয়া, রাসেল মিয়া, ফরিদ ও সোহাগসহ ১৫ জন। পুলিশ উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, তারা মিয়, হাবিব মিয়া, রতন মিয়া, রাসেল মিয়া, ফরিদ ও সোহাগকে আটক করে। ঢাকার আশুলিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষে আহত ১০ জন। সাভার উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও অপর আওয়ামী লীগ নেতা তারেকের মধ্যে বিরোধে কামাল উদ্দিন ও ইনসানসহ ১০ জন আহত হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত মর্মে ৪ জনকে আটক করে। ময়মনসিংহ শহরে বলাশপুর পালপাড়ায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় কোন্দলে সৌরভ নামে একজন নিহত হয় এবং হাসান নামে অপর একজন আহত হয়। টাউন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে ঝগড়া-বিবাদ নিয়ে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত জাকির হোসেন নামে একজনকে আটক করে।

৬ আগস্ট নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলার আসামী তবি শেখকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ডাকাতি মামলার আসামী বাবর আলী আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে তবি শেখের নাম আসে। পরে পুলিশ তবিকে পুনরায় গ্রেফতার করে। ৭ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় আওয়ামী লীগ সভাপতি শাহাদাৎ হোসেন মেম্বার এক মুক্তিযোদ্ধাকে মারধর করে। কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগ সাবেক সহ-সভাপতি সোহেল রানা ওরফে ওরশ কবিরাজের হাতে লাঞ্ছিত হয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন। ১০ আগস্ট সুনামগঞ্জের ছাতকে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা শেষে আওয়ামী লীগ নেতা ও এমপি মুহ্বিŸুর রহমান মানিক গ্রুপ এবং অপর আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। ঘটনায় আহত হয় ইউপি চেয়ারম্যান বেলাল আহমেদ, সাহাব উদ্দিন মোঃ সোহেল, সাইফুল ইসলাম, বাবুল রায়, জিবরান রহমান ও খায়রুল ইসলামসহ ১০ জন। ১১ আগস্ট শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা ইকবাল হোসেন ফকির নিহত হয়। আওয়ামী লীগ নেতা ও রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন গাজী এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দাদন মীরবহর গ্রুপের মধ্যে সংঘর্ষে মজিবর মীরমালত, রাকিব সরদার, সবুজ মীরবহর, ফারুক মীরমালত, সাগর মীরমালত, আসলাম সরদার, বাবু কাজী, বিল্লাল সরদার, রোমান মীরবহর, ফারুক মীরবহর, হালান মীরমালত, চায়না মীরবহর ও সুমাইয়া আক্তারসহ আহত ২০ জন। ১৪ আগস্ট পটুয়াখালীতে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বাসা ও বিএনপি অফিস ভাংচুর করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা ১৫টি মটর সাইকেলসহ ২৫-৩০ জন এই হামলায় অংশ নেয়।

১৬ আগস্ট দিনাজপুরের পার্বতীপুরের ্ইউএনও তরফদার মাহমুদুর রহমানের চামড়া তুলে নিতে চেয়েছে আওয়ামী লীগের উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান নেতা। শফিকুর রহমান ইউএনও-কে মোবাইল ফোনে কল করলে তিনি কলটি না ধরায় তাকে এ বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি ধরতে অপারগতা প্রকাশ করেন এবং পূর্বেও তার সাথে এ ধরনের আচরণ করা বলে ইউএনও জানান। এ সময় তিনি মারমুখী হয়ে নানা অশ্লীল বাক্য বিনিময় কালে তার গায়ের চামড়া তুলে ডুগডুগি বানানোর হুমকি দেন। এ ব্যাপারে ইউএনও থানায় জিডি করাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তাদের বিষয়টি অবহিত করেন। ১৭ আগস্ট চট্টগ্রামের মিরসাইয়ে মঘাদিয়া ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে সরকার সমর্থিতদের হামলায় ৩০ জন আহত হয়। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন হামলায় অংশ নেয়। হামলায় বিএনপির মিরসরাই উপজেলা যুগ্ম-আহ্বায়ক নূরুল আবছার, সদস্য-সচিব সালাহ উদ্দিন সেলিম, ওলামা দলের অহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাবেক সহ-সভাপতি শামসুদ্দিন চৌধূরী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও কাটছরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়্। পুলিশ সেখান থেকে ৬ বিএনপি নেতা-কর্মী আটক করে। ফেনী শহরে হাসপাতাল সংলগ্ন দোকানের জায়গা নিয়ে বিরোধে দোকানটিতে তালা ঝুলিয়ে দেয় জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বাহার উদ্দিন।

১৯ আগস্ট নাটোর জেলার লালপুরের গৌরীপুরে বিএনপি সাবেক নেতা ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান স্থলের কাছে আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের লোকজন বিএনপি অফিসে ভাংচুর করে। ফলে বিএনপি তার কর্মসূচী বাতিল করে। বিএনপির কর্মসূচিতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।

http://www.dailysangram.com/post/298976