৮ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ৪:০১

সড়কে ঝরল ১৮ প্রাণ

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ছয়জনসহ ১৮ জন প্রাণ হারিয়েছে। বুধবার রাতে রাজধানীর সবুজবাগে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়। এর মধ্যে রয়েছে একই পরিবারের ছয়জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুজন নিহত হয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালায় অটোরিকশার ধাক্কায় একজন নিহত হন। বাঁশখালীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে—
টাঙ্গাইলে ১১ জন নিহত : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে টাঙ্গাইল মহাসড়কের বাসাইল লিংক রোডে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়। অন্য দুর্ঘটনায় মধুপুরের বনাঞ্চলের টেলকিতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বাসাইল লিংক রোডের সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে টাঙ্গাইলগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়। হাসপাতালে মৃত্যু হয় তিনজনের, ঢাকায় নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতৈল খালপার গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ও ঢাকার আজিমপুরে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠান নিপোর্টের কর্মী মনিরুজ্জামান রতন তাঁর নিজের ও শ্বশুরের পরিবারের লোকজন নিয়ে সিরাজগঞ্জের কাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে মনিরুজ্জামানের মা মমতাজ বেগম (৫৫), স্ত্রী তাহমিনা সোমা (৩০), ছেলে রেজভী (১০), শ্বশুর কছিম উদ্দিন (৫৮), শাশুড়ি হাজেরা বেগম (৫২) ও শ্যালক রায়হান উদ্দিন শুভ (২৫) নিহত হন।
মধুপুর থানার ওসি শফিকুর ইসলাম জানান, হাসনাত চৌধুরী হিমেল ও সিরাজুল ইসলাম সোহাগসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে নেত্রকোনায় বেড়াতে যায়। তারা বৃহস্পতিবার নেত্রকোনা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়। মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় দুপুরের দিকে এসে সোহাগ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত : রাজধানীর সবুজবাগে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। তাঁরা হলেন মাহমুদুল হাসান রিমন (২৫) ও সাদিয়া আহমেদ শারিন (২২)। রিমন ধানমণ্ডির ডেফোডিল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ও শাহরিন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সম্পর্কে তাঁরা খালাতো ভাই-বোন।

জানা যায়, দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেলে বাসাবো এলাকার বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের সামনে ছিল সিটি করপোরেশনের ময়লার গাড়ি। গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইড থেকে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। তাঁদের মাথায় কোনো হেলমেট ছিল না। রিমন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা গ্রামের মহসিন আলীর ছেলে। তাঁরা বর্তমানে ৫৪/বি কদমতলা বাসাবোতে পরিবারের সঙ্গে থাকতেন। শাহরিনের বাড়ি ১৭ দক্ষিণ বাসাবো, সবুজবাগে।
বাসচাপায় প্রাণ গেল শিশুর : ঘুড়ি উড়িয়ে আনন্দ করছিল শিশুটি। নাটাই ধরে দৌড়াচ্ছিল আর তার চোখ ছিল ঘুড়ির দিকে। একপর্যায়ে রাস্তার ওপর চলে এলে একটি বাস তাকে চাপা দেয়। রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারায় শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ফ্লাইওভারের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু নাঈম (৯)। কুতুবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল নাঈম।

সীতাকুণ্ডে ২ জন নিহত : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল পৌর সদর ও কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সীতাকুণ্ড পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ড নিজতালুক গ্রামের মরহুম আব্দুর সবুরের ছেলে এরশাদ (২৮) ও কুড়িগ্রামের উলিপুর থানার ধানসিঁড়ি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিম (৬০)।
দীঘিনালায় ১ জন নিহত : খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত অমিয় শংকর চাকমা (৬০) উপজেলার কবাখালী ইউনিয়নের মৃত হেমচন্দ্র চাকমার ছেলে। বুধবার রাত ৮টার দিকে লারমা স্কয়ার বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন অমিয়। মাঈনী রিসোর্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বাঁশখালীতে বৃদ্ধা নিহত : রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুলসুমা বেগম (৬৫) নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলসুমা বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ছিদ্দিক আহমেদের স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের মাস্টার নজির আহমদ কলেজের দক্ষিণ পাশে রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয় পথচারী কুলসুমা বেগমকে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুরে ২০ জন আহত : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মাধবপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

http://www.kalerkantho.com/print-edition/first-page/2017/09/08/540217