৬ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ৮:৫৭

পুলিশ পরিচয়ে সাতক্ষীরা জেলা শিবির নেতাকে তুলে নেয়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলা শিবিরের অফিস সম্পাদক আব্দুল জব্বারকে তার বাসা থেকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছ। গত সোমবার সকাল ১০টার দিকে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামে এঘটনা ঘটে। তার পিতা সাজ্জাত হোসেন পেষায় একজন ভ্যানচালক। আব্দুল জব্বারের মা ছায়েরা জানান, তার ছেলেকে গত সোমবার সকাল ১০টার দিকে তালা থানার তিন জন পুলিশ একটি নিল রঙের এ্যাপাসি গাড়িতে করে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে যায়। পরে তালা থানাতে যেয়ে তার ছেলের সন্ধান চাইলে পুলিশ অস্বীকার করে। আব্দুল জব্বারের মা বলেন, যে পুলিশ তার ছেলেকে তুলে নিয়ে যায় সেই পুলিশকে তিনি চিনতে পারেন। পরে সেই পুলিশের সাথে থানাতে তার সাথে কথা হয়। কিন্তু সেই পুলিশ আটকের বিষয়টি অস্বীকার যায়। এব্যাপরে জানতে চাইলে তালা থানার ওসি জানান, আব্দুল জব্বার নামে কোন ব্যক্তিকে তারা আটক করেনি। এদিকে আব্দুল জব্বারের সন্ধান না পেয়ে তার পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠায় আছে। আব্দুল জব্বার সাবেক তালা উপজেলা শিবিরের সভাপিত বলে জানা যায়। তার নামে কোন মামলা ছিলনা বলে তার পরিবার জানায়।
অবিলম্বে আব্দুল জব্বারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

http://www.dailysangram.com/post/298555