১ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ১০:৩৯

ঈদের আগেই ফিরে পেতে চায় পরিবার

সন্ধান মেলেনি চার নিখোঁজের

ঈদের আর বাকি একদিন। তারা ফিরবে অপেক্ষায় পুরো পরিবার। সন্তান ফিরে পেতে চায় তার বাবাকে, মা তার সন্তানকে, আর স্ত্রী ফিরে পেতে চায় তার স্বামীকে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ঈদের আগেই নিখোঁজ স্বজনদের সন্ধান চায় তারা। পুলিশ বলছে, নিখোঁজদের সন্ধান পেতে সব ধরনেরই চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজধানীতে ১০ দিনের ব্যবধানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থীসহ পাঁচজন অপহরণের ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অপহরণের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তা ফিরলেও অন্যদের সন্ধান মেলেনি।

চার দিন ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের বড় ভাই এমএম মিজানুর রহমান বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ছোট ভাই রাজনীতি করতেন। তবে কাদের সঙ্গে চলাফেরা করতেন সেটা আমরা জানি না। তাই কাউকে সন্দেহ করতে পারছি না। তিনি বলেন, চার ভাই বোনের মধ্যে ও সবার ছোট। আমার অসুস্থ মা বারবার ওর কথা বলছেন। মাকে কোনো সান্ত্বনা দিতে পারছি না। ঈদের আগেই আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। নিখোঁজের পর ফোন দিয়ে কেউ মুক্তিপণ দাবি করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ রকম কোনো ফোন আসেনি।

এ বিষয়ে পল্টন থানার এসআই সমেন বড়–য়া বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, কল্যাণ পার্টির মহাসচিবের সন্ধান চেয়ে পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। এদিকে কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নাগরিক ঐক্য’। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, চার দিন চলে গেলেও কল্যাণ পার্টির মহাসচিবের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি আরও বেশ কয়েকটি নিখোঁজের ঘটনা ঘটেছে। আমিনুর রহমানের নিখোঁজের ঘটনায় নাগরিক ঐক্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিখোঁজ ব্যবসায়ী সাদাত আহমেদের স্ত্রী লুনা আহমেদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ১০ দিন হয়ে গেল আমার স্বামী নিখোঁজ। এ বিষয়ে আর কথা বলে কি লাভ বলুন। ঈদ আর একদিন বাকি। তিনি কোথায় আছেন, কেমন আছেন জানি না। ছোট মেয়ে সারাক্ষণ বাবার কথা বলে, আমি তখন সান্ত্বনা দিয়ে বলি ঈদের আগেই তোমার বাবা বাসায় ফিরবে।

এদিকে রাজধানীর গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় অপহরণের ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। সন্ধান মেলেনি ধানমণ্ডি থেকে নিখোঁজ ম্যাপল লিফ ইন্টরন্যাশনাল স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে কানাডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইশরাক আহম্মেদেরও। এ বিষয়ে ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ কাফি যুগান্তরকে বলেন, প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের চেষ্টা চলছে।

http://www.jugantor.com/news/2017/09/01/152727