৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ৭:৫২

পৃথিবীর সবচেয়ে বড় তাঁবু শহর মক্কার মিনা

: জিলহজ্ব মাসের আট তারিখে আল্লাহর ঘরের মেহমানগণ (হাজীরা) মক্কা মুর্কারমার মিনা শহরে জড়ো হতে শুরু করেন। সুন্নাত ইয়াওমুত্তারবিয়া পালনের জন্য। হজ্বের সবচেয়ে বড় আমল আরাফার ময়দানে হাজিরের পূর্বেই এ সুন্নাত পালন করতে হয়।
মিনা শহর সৌদি আরবের সবচেয়ে মর্যাদাশীল এবং পবিত্র ভূমির অন্যতম। সৌদি সরকারও এ শহরকে যথাযথ গুরুত্ব দিয়ে যাবতীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। এ মিনা শহরেই তিনটি জামরাতে আমাদের নবী স. কঙ্কর নিক্ষেপ করেছেন। মিনাতেই হযরত ইবরাহিম আ: ইসমাইল আ:কে আল্লাহর নামে কুরবানি করেছিলেন। তারপর আমাদের নবী স. ও তাওহীদের নিদর্শন এবং একত্ববাদের বহিঃপ্রকাশ স্বরূপ বিদায় হজে মিনা শহরেই আল্লাহর নামে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মত মিনা শহরে জামরায় কঙ্কর নিক্ষেপ এবং কুরবানি করে থাকেন।

মিনা শহরে ঐতিহাসিক কিছু নিদর্শন রয়েছে। যেমন, তিনটি জামরা, আরেকটি হলো মাসজিদুল খাইফ। মসজিদটির নাম ‘খাইফ’ নামকরণ করা হয়েছে মসজিদের স্থানটির পাহাড়ের রুতা এবং পানির প্রবাহ থেকে দূরবর্তী হওয়ার দিকে লক্ষ্য করে। মসজিদুল খাইফ- এ আমাদের নবী স:সহ অন্যান্য নবীরাও নামায আদায় করেছেন। এ কারণে হাজী সাহেবানগণও এখানে নামায আদায় করেন। মিনা শহরটি মক্কা ও মুযদালিফার মাঝখানে অবস্থিত। মিনার মোট সীমানা ১৬৮ কিলোমিটার। এর ১৫ অংশ পাহাড়ী এলাকা। সুউচ্চ মাথা পাহাড়গুলোর। অবশিষ্ট অংশে তাবু টানানো হয়েছে। ২৫ মিলিয়ন বর্গমিটার জুড়ে তাবু টানানো হয়েছে। এত বিশাল এলাকা জুড়ে তাবু টানানো ছিল সৌদি সরকারের বাস্তবায়নকৃত সবচেড়ে প্রকল্প। এই তাবু এলাকাকে বিশ্বের সবচেয়ে বড় তাবু শহর হিসেবে গণ্য করা হয়।

http://www.dailysangram.com/post/298199