৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ৭:২০

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশীদের ফেরতে চূক্তির খসড়া চূড়ান্ত

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনা সংক্রান্ত চুক্তির (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর বা এসওপি) খসড়া চূড়ান্ত করা হয়েছে। সুনির্দিষ্ট নয়, বরং একটি যৌক্তিক সময়সীমার মধ্যে অবৈধ হিসেবে চিহ্নিতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্মতি জানিয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ চুক্তি সই হতে পারে।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। আর ইইউ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় কমিশনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পলা পামপোলানি।

আলোচনায় অংশ নেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘ আলোচনার পর এসওপি চূড়ান্ত হয়েছে। দুই পক্ষের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে অক্টোবরের মধ্যে এটি সই করা সম্ভব হবে বলে আশা করছি। এসওপির মাধ্যমে ইউরোপে অবস্থানরত অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনা সহজ হবে। এর ফলে বাংলাদেশীদের জন্য বৈধভাবে ইউরোপে থাকা বা কাজ করার অনুমতি পাওয়ার পথও প্রশস্ত হবে।

তিনি বলেন, যেকোনো দেশ থেকে প্রত্যাবাসনের প্রথম কাজটি হচ্ছে তার নাগরিকত্ব যাচাই করা। এটি করার জন্য দেশের অভ্যন্তরে সমন্বয় প্রয়োজন। কেননা এর সাথে একাধিক মন্ত্রণালয় জড়িত। তাই একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনের ডাটাবেস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাবও এসওপিতে করা হয়েছে।

কর্মকর্তাটি বলেন, গত কয়েক বছরে ইউরোপে অবৈধভাবে বেশি সংখ্যক বাংলাদেশী ঢোকার কারণে ইউরোপীয় কমিশন তাদের ফেরত নেয়ার জন্য শক্ত অবস্থান নেয়। গত বছর কমিশনের প থেকে এসওপির একটি খসড়া বাংলাদেশকে দেয়া হয়। ওই খসড়াটি যাচাই-বাছাই করে গত মাসে আমরা তাদের দেই। এরপর তারা তাদের অভিমত জানান। এখন এটি আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। এসওপির খুঁটিনাটি যাচাই-বাছাই করার জন্য ইইউ প্রতিনিধিদলের সাথে আলোচনা আজো চলবে।

http://www.dailynayadiganta.com/detail/news/248357