২৬ আগস্ট ২০১৭, শনিবার, ৯:২৪

সবজি ও মাছের দাম চড়া

আগের দামেই চালসহ অন্যান্য নিত্যপণ্য

চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি ও মাছ। ৫০ টাকার ওপরেই অধিকাংশ সবজির দাম। তাছাড়া বেড়েছে মাছের দামও। গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছ কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। এর কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন- বন্যা, টানা বৃষ্টির সঙ্গে নতুন করে যোগ হয়েছে যানজট। ফলে সরবরাহ কমে গেছে। তার ওপর যানজটে সবজি ও মাছের ট্রাক সময়মতো আসতে পারছে না। ফলে সরবরাহে টান পড়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

ঢাকার বাজারে আলু বিক্রি হয়েছে ২০-২৫ টাকা কেজি দরে। ঢেঁরস ৫০-৬০, বেগুন ৬০, ঝিঙ্গা ৫০, চিচিঙ্গা ৫০, পটোল ৫০-৬০, বরবটি ৮০, ফুলকপি প্রতি পিস ৪০, বাঁধা কপি ৪৫, শসা ৪০-৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫-৩০, কচুর মুখী ৩৫-৪০, কাঁচামরিচ ১২০, ধনেপাতা ১৬০, পেঁয়াজ দেশি ৫০-৫৫, আমদানি করা ৪৩-৪৫ টাকা কেজি দরে। রসুন আমদানি করা ও দেশি দুটোই বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি এবং আদা বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে।

গত কয়েক দিনের তুলনায় শুক্রবার দাম বেড়েছে সব ধরনের মাছের। কারওয়ান বাজারের ইলিশ মাছ বিক্রেতা শুকুর আলী জানান, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ২০০ টাকা জোড়া। ৮০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকায়, ৭০০ গ্রাম ওজনের ইলিশের জোড়া বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকায়, ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১১শ’ টাকা জোড়া, ৫০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হয়েছে ৭-৮০০ টাকায়। এছাড়া রুই-কাতলা, তেলাপিয়া, পাঙ্গাশ, নলা, কই সরপুটিসহ সব ধরনের মাছ কেজিতে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।

মাছ ব্যবসায়ী আবদুস ছালাম জানান, যানজটের কারণে মাছের ট্রাক আসতে পারছে না। তাই দামটা বাড়তি।
গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। কারওয়ান বাজারের চাল ব্যসায়ী বাচ্চু মিয়া বলেন, আপাতত দাম কমার কোনো লক্ষ্মণ নেই। আমদানির কারণে গুটি স্বর্ণা চালের দাম সামান্য কমলেও অন্যান্য চাল আগের দামেই বিক্রি হচ্ছে। মোটা চালের দাম বেড়িছেল কেজিতে ১০-১৫ টাকা আর আমদানির কারণে কমেছে ২-৫ টাকা। এটা কমা না কমার সমান।
অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা, লেয়ার (সাদা) ১৬০ টাকা, লেয়ার (লাল) ১৮০ টাকা। গরুর মাংস ৪৫০-৫০০ টাকা, খাসি ৭৫০ টাকা এবং বকরির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তাছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, লবণ, চিনি ও সব ধরনের ডাল।
শেওড়াপাড়া বাজারের ক্রেতা যোবেদা বেগম বলেন, বাজারে এলেই টেনশনে থাকতে হয়। আমরা তো বাড়ি ভাড়া দিয়ে খাই। তাই হিসাব করেই চলতে হয়। কিন্তু বাজারে সব কিছুর দাম চড়া থাকায় আমাদের জন্য মাস চালানো কষ্টকর হয়ে যায়।

http://www.jugantor.com/last-page/2017/08/26/151078