২৫ আগস্ট ২০১৭, শুক্রবার, ১১:৩৭

তিনদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

এক টানা তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ যানজট শুরু হয়। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর এলাকার শেষ প্রান্তে ছড়িয়ে পড়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অপর দিকে মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই সেতুর ওপর চারটি ট্রাক বিকল হয়ে পড়ায় ওই দিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাকগুলো সরিয়ে নেয়া হলেও গাড়ির চাপ বাড়ায় যানজট দূর হয়নি। পরদিন সকালে যানবাহনের চাপ বাড়লে বুধবার যানজট তীব্র আকার ধারণ করে।
গতকাল কুমিল্লা থেকে ঢাকাগামী বাসযাত্রী কলেজশিক্ষক আবুল বাশার জানান, তিনি সকাল সাড়ে ৬টায় যাত্রা করে ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন।
ঢাকা থেকে কুমিল্লাগামী বাসযাত্রী ইমতিয়াজ হাসান জানান, পাঁচ ঘণ্টার মতো মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছেন। তিনি জানান, তার মতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন হলেও দাউদকান্দি এলাকায় যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না। একে তো গোমতী ও মেঘনা সেতুর দুই লেনের কাজ তার ওপর চার লেন সড়কের ঢাকামুখী পণ্যবাহী যানবাহন দাউদকান্দির টোল প্লাজার সামনে ওজন নিয়ন্ত্রণ স্কেলে আটকে রেখে সময়পেণ করে গাড়ি ছাড় দেয়ায় প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।
গত বুধবার দিনভর দাউদকান্দি ও গজারিয়া এলাকায় যানজট থাকার পর বৃহস্পতিবারও একই অবস্থা রয়েছে। দুপুর ১২টায় টোল প্লাজা থেকে মহাসড়কের ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানবাহন চালকদের অভিযোগ দাউদকান্দি টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে দর কষাকষির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পণ্যবাহী যানবাহনগুলো ওজন স্কেলে দেরি করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর পর্যন্ত যানজট আছে। তিনি জানান, মহাসড়কের চার লেনের গাড়িগুলো দুই লেনে দুই সেতুতে ধীরগতিতে প্রবেশ করতে সময় লেগে যায়। তার ওপর রয়েছে গাড়ির অতিরিক্ত চাপ।

http://www.dailynayadiganta.com/detail/news/246871