টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেল ব্রিজের দক্ষিণ পাশের মাটি ধসে সৃষ্টি হওয়া গভীর খাদ :নয়া দিগন্ত
২১ আগস্ট ২০১৭, সোমবার, ৯:১৩

টাঙ্গাইলে রেললাইনে ধস, উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

বন্যার পানির প্রবল তোড়ে টাঙ্গাইলে রেলপথের একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ দিকে পদ্মা-যমুনা-তিস্তাসহ দেশের প্রধান নদনদীগুলোর পানি কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ মোটেও কমেনি। এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তারা ত্রাণসামগ্রী ও বিশুদ্ধ খাবারের তীব্র সঙ্কটে দিন পার করছেন। হাজার হাজার পরিবারের বাড়িঘর এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।
এ দিকে বন্যাকবলিত গাইবান্ধার ফুলছড়িতে সাপের কামড়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ও মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মারা গেছে।
টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানির তোড়ে পৌলী ব্রিজের দক্ষিণ প্রান্তের অ্যাপ্রোচের মাটি সম্পূর্ণ ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এখন রেললাইনের সাথে স্লিপারগুলো ঝুলছে। ফলে রোববার ভোর থেকে ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা। শুধু বন্যার জন্য নয়, দীর্ঘ দিন ধরে প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে এই ব্রিজের নিচ থেকে এবং রেললাইন ঘেঁষে বালু উত্তোলন করার কারণেও রেললাইন এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
সরেজমিন দেখা যায়, পৌলী রেল ব্রিজের দক্ষিণ পাশের অন্তত ২০ ফুট জায়গার মাটি সম্পূর্ণ ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কিছু স্লিপার খুলে গেছে এবং কয়েকটি রেললাইনের সাথে ঝুলছে। খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন রেলপথ মন্ত্রী মজিবুল হক। এ সময় তিনি বলেন, নদীর পানির প্রবল স্রোতে রেলসেতুটিতে ধস নেমেছে। রেলওয়ের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি বিশেষ টিম কাজ করছে। মেরামতের সব উপাদান ইতোমধ্যে পৌঁছে গেছে। আশা করছি সোমবারের মধ্যে মেরামত কাজ শেষ হয়ে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
টাঙ্গাইলের স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, আমরা রোববার ভোর সাড়ে ৫টায় রেললাইন দেখভালকারীদের মাধ্যমে জানতে পারি, বন্যার পানির তোড়ে পৌলী নদীর ওপর রেলওয়ের ৯৮ নম্বর ব্রিজের দক্ষিণ পাশের অ্যাপ্রোচের মাটি সরে গেছে। ওই সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হওয়ার পরপরই মাটি ধসে যায়। তখন থেকেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতু মেরামতের কাজ শুরু করেছেন।
স্টেশন মাস্টার আরো জানান, পৌলী রেলব্রিজের কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
রাজবাড়ী সংবাদদাতা জানান, পদ্মার পানি কমতে শুরু করেছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ছয় সেন্টিমিটার কমে তা এখন বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার।
এ দিকে গত দুই দিনে জেলার নদীতীরবর্তী ও বাঁধের ভেতরে বসবাসরত এবং নি¤œাঞ্চলের বন্যায় পানিবন্দী পরিবারের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। বাঁধের বাইরে চার উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন।
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, জেলায় যমুনা নদীর পানি আরো কমেছে, তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছে জেলার তিন লাখ মানুষ। বাঁধের বিভিন্ন স্থানে পানির লিকেজ বন্ধ করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ডে।
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, হেলিকপ্টারে কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বিকেল ৩টা ২০ মিনিটে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক হাজার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন। পরে স্কুলমাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার সাথে সাথে বন্যাকবলিতদের দুর্ভোগও বেড়েছে। চাহিদার চেয়ে সরকারি ত্রাণসামগ্রী কম হওয়ায় খাদ্যসঙ্কট বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বন্যাকবলিত বাড়িঘর এখনো পানিবন্দী রয়েছে। তাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রে বসবাসকারী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন বলে জানা গেছে। এ দিকে গো-খাদ্য সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। অনেক গরু ছাগল না খেয়ে হাড্ডিসার হয়ে যাচ্ছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি রোববার বাঁধে আশ্রিতদের মধ্যে বিশুদ্ধ পানির জারকিন বিতরণ করেছে। এ ছাড়া কর্নিবাড়ি ও বোহাইল ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে চাল ও শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিএনপি।
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরে বন্যার পানি কমছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমলেও রোববার বিকেলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলা সদরসহ সাতটি উপজেলায় প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে এক হাজার ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৮ হাজার ১৮৭ হেক্টর জমি ফসল। এ ছাড়া বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত জামালপুর জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, যমুনায় পানি কমলেও মানিকগঞ্জের অভ্যন্তরীণ নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নি¤œœাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জেলার প্রায় দুই লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। কাঁচাপাকা ৭২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গতদের জন্য ২৮টি আশ্রয়ণকেন্দ্র এবং ৪৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের কাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
লালমনিরহাট সংবাদদাতা জানান, বন্যায় জেলার কালীগঞ্জ উপজেলার বারাজান গ্রামের কালীরকুড়া এলাকার একমাত্র রাস্তাটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন কয়েকটি গ্রামের ৩০ হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সড়কের ব্রিজটি ঠিক থাকলেও নেই পারাপারের সড়ক।
নওগাঁ ও আত্রাই সংবাদদাতা জানান, আত্রাই (ছোট যমুনা) নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে ফসলের জমি। পানিতে ভেসে গেছে শত শত পুকুরের মাছ।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দে বন্যাপরিস্থিতির উন্নতি হয়েছে। বানভাসি মানুষের মনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। রোববার উপজেলার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, পানি কমার আভাস পেয়ে তারা সিদ্ধান্ত বদলেছেন।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, শিবচরের চরজানাজাত ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব নামে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোত ও ঘাট সমস্যার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে। এতে গত দু’দিন থেকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকজট। গতকাল বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিঘাটে পারপারের অপেক্ষায় ছিল প্রায় ৩৫০ বিভিন্ন ধরনের যানবাহন।
এ দিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে গত দু’দিনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটগুলো প্লাবিত হলেও সেগুলো উঁচুতে স্থাপন করে ফের ফেরি লোড-আনলোড করা হচ্ছে। তবে এসব ফেরি নদী পারাপারে বাড়তি সময় নিচ্ছে।
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, ধামইরহাট ও পতœীতলা উপজেলার ২০ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেল থেকে দুই উপজেলার বন্যাকবলিত এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও তার পরিবারের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগর-আত্রাই পাকা সড়কের প্রেমতলী নামক স্থান আবার ভেঙে গেছে। শুক্রবার রাতে ওই সড়ক ভেঙে যাওয়ায় বন্যাপরিস্থিতির অবনতি হচ্ছে। দেড় কিলোমিটারের মধ্যে এক সপ্তাহে পাকা সড়কের চার জায়গা ভেঙে যাওয়ায় বন্যার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলার বামনডাঙ্গায় ঘাঘট নদীর পানি বিপদসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বামনডাঙ্গা ও সর্বানন্দে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বামনডাঙ্গা-নলডাঙ্গা পাকা রাস্তা পানির তোড়ে ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে আরো সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা জানান, সাঘাটায় বন্যাপরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি কমতে শুরু করলেও কাটাখালি আলাই নদীর পানি এখনো বাড়ছে। ফলে এই নদী তীরবর্তী বোনারপাড়া, কচুয়া ও কামালেরপাড়া ইউনিয়নের ১৫টি গ্রাম এখন পানির নিচে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলের খেত। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার বন্যাদুর্গত এলাকায় গবাদিপশুর চরম খাদ্যসঙ্কট ও রোগবালাই দেখা দিয়েছে। দুর্গত এলাকায় পিপিআরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও না খেয়ে অপুষ্টির কারণে গরু-ছাগল ও ভেড়া মারা যাচ্ছে। শিবগঞ্জ উপজেলায় বন্যায় এ পর্যন্ত পাঁচ হাজার পরিবার পানিবন্দী, তিন হাজার হেক্টর রোপা আমন ফসল ও ২০০ হেক্টর সবজি বিনষ্ট হয়েছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভূঞাপুরে গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে রোববার ত্রাণ বিতরণ করেছে উপজেলা বিএনপি। এ সময় দু’টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০০ পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে চিঁড়া ও গুড় বিতরণ করা হয়।
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা জানান, ফুলছড়ির চরাঞ্চলে সাপের কামড়ে আম্বিয়া খাতুন (১১) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী মারা গেছে। সে ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল জানান, শনিবার বিকেলে আম্বিয়া রান্নাঘরে জ্বালানি আনতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ওই দিন সন্ধ্যায় সে মারা যায়।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, ভোলাহাটে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন গতকাল সকালে চরধরমপুর হাইস্কুলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এ সময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো: সাজ্জাদ হোসেন, ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল রাশেদ আলী উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়া আত্রাই নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে ক্ষতির সম্মুখীন এখন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন। যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এ দিকে গতকাল বিকেলে উপজেলার কয়রাবাড়ীতে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সিংড়া উপজেলায় দিন দিন বন্যাপরিস্থিতির অবনতির পাশাপাশি বাড়ছে তির পরিমাণ। উপজেলার প্রায় ৭০টি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। সিংড়ায় গত পাঁচ দিনে বন্যার পানিতে ভেসে গেছে সাত শতাধিক পুকুরের মাছ।

 

http://www.dailynayadiganta.com/detail/news/245742