২১ আগস্ট ২০১৭, সোমবার, ৯:১২

রেলের টিকিটের জন্য হাহাকার ভোগান্তি

লঞ্চের টিকিটে সাড়া নেই

ঈদে ট্রেনের আগাম টিকিটের জন্য শুরু হয়েছে হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও মিলছে না টিকিট। আগের দিন দুপুর থেকে স্টেশনে অবস্থান নিয়ে টিকিট নিয়ে স্বস্তির হাসি দিয়ে কাউকে কাউকে বাসায় ফিরতে দেখা গেছে। দীর্ঘ কষ্টের পরও চাহিদামাফিক টিকিট না পাওয়ায় হতাশার ছাপ ছিল অনেকের চোখে-মুখে। রোববার কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা যায়। এদিকে সদরঘাট লঞ্চের আগাম টিকিট বিক্রিতে ছিল ভিন্ন চিত্র। ৩২টি লঞ্চ কোম্পানির মধ্যে মাত্র ১০টি কাউন্টার থেকে গুটিকয়েক টিকিট বিক্রি করতে দেখা যায়। তবে টিকিটপ্রত্যাশীদের উপস্থিতিও ছিল সামান্য। তবুও বিক্রি শুরুর দুই ঘণ্টা না যেতেই টিকিট নেই বলে উপস্থিত যাত্রীদের জানানো হয়। টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে মানুষের প্রচণ্ড ভিড় ছিল। প্রতিটি কাউন্টারের সামনে আঁকাবাঁকা দীর্ঘ লাইন। লাইন টার্মিনাল ভবন ছাড়িয়ে স্টেশনের প্রবেশপথ পর্যন্ত গিয়ে ঠেকেছে। রোববার সকাল ৮টা থেকে ২৩টি কাউন্টারে ২৯ আগস্টের টিকিট দেয়া হয়। আজ সোমবার বিক্রি হবে ৩০ আগস্টের টিকিট; আর ২২ আগস্ট বিক্রি হবে ৩১ আগস্টের টিকিট।
রংপুর এক্সপ্রেসের টিকিট নিতে আসা ব্যবসায়ী আবদুর রহমান জানান, রোববার ভোরে কমলাপুর এসে লাইনে দাঁড়াই। প্রায় দেড়শ’র মানুষের পেছনে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বলা হল টিকিট শেষ। তিনি বলেন, শনিবার দুপুর থেকে অনেকে লাইনে ছিল। সকালে লাইনের মাঝামাঝি থাকলেও টিকিট পাইনি। কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী ইমামের সঙ্গে। তিনি জানান, টিকিটের ক্রাইসিস শুনে শনিবার দুপুরেই লাইনে দাঁড়িয়েছিলাম। রোববার সকাল পৌনে ৯টায় রাজশাহীর সিল্কসিটি ট্রেনের টিকিট পেয়ে ভালো লাগছে। তিনি বলেন, রাস্তার অবস্থা খারাপ, ট্রেনের বিকল্প নেই। আখাউড়া যেতে মহানগর প্রভাতি ট্রেনের টিকিট কিনেছেন ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মান মিয়া। তিনি জানান, শনিবার বিকাল ৪টায় স্টেশনে আসেন তিনি। সারা রাত অপেক্ষার পর টিকিট পেয়েছেন।
এদিকে রোববার সকাল সাড়ে ৯টায় রেলস্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। তিনি সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন ঈদের আগেই মেরামতের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বন্যায় রেললাইনের ক্ষতি হয়েছে। আমরা ঈদের আগে ঢাকা থেকে দিনাজপুরগামী রেল চলাচল স্বাভাবিক করতে পারব। এসি টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসি টিকিট কম এবং বিভিন্ন স্টেশনের কোটা থাকায় সবাইকে এসি টিকিট দেয়া সম্ভব হয় না।
লঞ্চের টিকিটে সাড়া নেই : এদিকে লঞ্চের আগাম টিকিট বিক্রির প্রথমদিন রোববার মালিক ও যাত্রীদের সাড়া ছিল কম। বিক্রেতারা বলছেন, টিকিটও তেমন বিক্রি হয়নি। এমভি শাহরুখ লঞ্চের কর্মী বেলাল হোসেন বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাত্র একটি টিকিট বিক্রি হয়েছে। পারাবত লঞ্চের কর্মকর্তা বিপুল কান্তি বসু বলেন, অনলাইনে তাদের বেশি টিকিট বিক্রি হয়। এদিকে সদরঘাট ঘুরে দেখা গেছে, কোনো কোনো কাউন্টারে শ্রমজীবী মানুষকে ঘুমাতে দেখা যায়। বেশিরভাগ কাউন্টার ছিল ফাঁকা। মিরপুর থেকে আসা আবদুল মতিন বলেন, আগামী ৩১ আগস্ট বরিশাল যাওয়ার টিকিট নিতে এসেছিলাম। কিন্তু কোনো টিকিট পাইনি। জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, সরকারের ঘোষণার পরও সব প্রতিষ্ঠানের কাউন্টারে টিকিট বিক্রি হয়নি। যেসব প্রতিষ্ঠান আগাম টিকিট বিক্রি করছে না, তাদের তালিকা হচ্ছে।
বিআরটিসির ঈদ স্পেশাল ২৯ আগস্ট : এদিকে তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি আগামী ২৯ আগস্ট ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ আগস্ট ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে টিকিট বিক্রি করা হবে।

http://www.jugantor.com/first-page/2017/08/21/149754/