৭ আগস্ট ২০১৭, সোমবার, ১০:৩৫

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশীসহ আটক ৫৮০

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশীদের বিরুদ্ধে ফের যৌথ অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন, কাস্টম ও পুলিশ। গত শনিবার কুয়ালালামপুরের পেটালিং স্ট্রিট, লেবুহ পুডু, জালান টুন এইচএস লিএবং জালান সিলান এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ অবৈধ বিদেশী নাগরিককে আটক করা হয়। পরীক্ষা-নীরিক্ষার পর মিয়ানমার, বাংলাদেশ, নেপাল ও ভিয়েতনামের কাগজপত্রবিহীন নারী-পুরুষসহ ১৮০ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। এর মধ্যে ৫০-৬০ বাংলাদেশী থাকতে পারে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কোতায়ারা মার্কেটের ব্যবসায়ীরা জানান, অভিযানের সময় ইমিগ্রেশন কাস্টমস ও পুলিশ সদস্যরা দোকান ও দোকানের বাইরে থাকা সন্দেহজনক বিদেশীদের আটক করে পাসপোর্ট দেখতে চান। একই সাথে এখানকার ব্যবসায়ীরা আইন মেনে ব্যবসা করছেন কিনা তা-ও দোকানের মালিক ও কর্মচারীদের কাছে জানতে চান।
‘লিটল ঢাকা’ হিসেবে পরিচিতি পাওয়া কোতায়ারা মার্কেট এলাকায় গত শনিবার যৌথ অভিযানের পর গতকাল রোববার সারা দিন বিরাজ করে ধরপাকড় আতঙ্ক।
এর আগে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাংবাদিকদের বলেছিলেন, মালয়েশিয়ায় আর কোনো বাংলাদেশী পুলিশি অভিযানে ধরা পড়বেন না। তার এমন বক্তব্যর পরও থেমে নেই ধরপাকড় অভিযান।
অভিযান সম্পর্কে কোতারায়া বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল জানান, ‘আমরা আইন মেনে ব্যবসা করছি কি না তা তারা পরীা-নিরীা করে দেখেন। আমাদের সতর্ক করেছেন যেন আইন মেনে ব্যবসা করি এবং অবৈধ শ্রমিক নিয়োগ না দিই। ওই সময় বাংলা মার্কেটে কেনাকাটা করতে আসা ৫০-৬০ অবৈধ বাংলাদেশীকে আটক করে তারা।
গত মাস থেকে মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিক অভিযান শুরু হয়। এ সময়ের মধ্যে দেড় হাজার বাংলাদেশী ইমিগ্রেশনের অভিযানে ধরা পড়েন বলে দেশটির গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরপর কিছুদিন অভিযান থেমে গেলেও আবারো বড় ধরনের অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন, কাস্টম ও পুলিশ।

http://www.dailynayadiganta.com/detail/news/242142