৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ১০:০৯

নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ টিম ঢাকায়

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ ও ভোট কার্যক্রমে সহায়তা নিয়ে আলোচনায় জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে। গত ২৫শে জুলাই আসা জাতিসংঘ দলটি এরই মধ্যে সংসদের স্পিকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। আজ তাদের সফর শেষ হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ৫ সদস্যের প্রতিনিধি দলটি মূলত আগামী নির্বাচন নিয়ে আলোচনা করছে। সেই নির্বাচনের পরিবেশ কেমন হবে, কোন পরিস্থিতিতে নির্বাচনটি হবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি সহায়তা দিতে পারে? তা জানা-বুঝার চেষ্টা করেছেন তারা। জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইউএন ইলেক্টোরাল নিডস এসেসমেন্ট মিশনের সাক্ষাতে সংসদীয় গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সরকারের উন্নয়ন কার্যক্রম, আগের নির্বাচনের জাতিসংঘের দেয়া সহায়তা এবং আইসিটি নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করে জানিয়ে স্পিকার আইসিটি খাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের পাবলিক আউটরিচ অ্যাডভাইজার সভেতলানা গালকিনা প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। ওই দলে সংস্থার ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের লার্স জোসেফালফোনস ডি গিয়ার ও ইয়াও ইভরাড কুয়াডিও রয়েছেন। উল্লেখ্য, গত জুনে ইউএনডিপি’র ঢাকাস্থ প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মানসম্মত এনআইডি, ভোটার সচেতনতা কার্যক্রম, কর্মকর্তাদের প্রশিক্ষণসহ জাতিসংঘের ১০ ধরনের কারিগরি সহায়তা চায় ইসি।

http://www.mzamin.com/article.php?mzamin=76923&cat=2/