বঙ্গভবনের দক্ষিণ গেটে জমা পানিতে বিকল হওয়া একটি বাস টেনে নেয়া হচ্ছে : শফিউদ্দিন বিটু
২ আগস্ট ২০১৭, বুধবার, ১০:১৫

হঠাৎ বৃষ্টিতে আবারো ডুবল রাজধানী

মাত্র আধাঘণ্টার বৃষ্টিতে আবার পানিতে ডুবল ঢাকা। মতিঝিল, গুলিস্তান, সচিবালয়ের সামনের সড়কসহ নগরীর বিভিন্ন সড়কে গতকাল বিকেলের আকস্মিক বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। এতে চরম বিপাকে পড়েন অফিস ও কর্মস্থল থেকে বাসায় ফেরা মানুষ। অনেকে কাকভেজা হয়ে বাসায় ফিরেছেন। তবে গতকাল ঢাকার সব এলাকায় বৃষ্টি হয়নি বলে জানা যায়। এ দিকে ঢাকা ও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ জুলাই তুমুল বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকা। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর সমান পানি জমে যায়। এরপর দুই দিন হালকা বৃষ্টির পর আবার আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে। তবে গতকাল বিকেলে হঠাৎ করেই আকাশ কালো মেঘ ধারণ করে। এরপর ঝড়ো হাওয়াসহ শুরু হয় ঝুম বৃষ্টি। এতে মতিঝিল, পল্টন, গুলিস্তান, শাহবাগ, কাকরাইল, আরামবাগ, ফকিরাপুলসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। তবে গতকাল সব এলাকায় বৃষ্টি হয়নি বলে জানা যায়। এ দিকে গতকাল বিকেলে যখন বৃষ্টি পড়ছিলতখন সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে তিন সিটি করপোরেশন, ওয়াসা ও মন্ত্রণালয়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিদ্যামান আইন পর্যালোচনা করতে কমিটি গঠনের কথা জানান। কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম নাসরিন আক্তারকে। ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির সদস্য রাখা হয়েছে একই মন্ত্রণালয়ের আরেক অতিরিক্ত সচিব, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার এমডি, তিন সিটির চিফ ইঞ্জিনিয়ার ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। কমিটি ওয়াসা, পৌরসভা আইন, নীতিমালা পর্যালোচনা করে পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে সেটি প্রতিবেদন আকারে আগামী এক মাসের মধ্যে দাখিল করবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আজম নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে অন্য কর্মকর্তারা জলাবদ্ধতার কারণ হিসেবে খালসহ প্রাকৃতিক জলাধারগুলো দখল, আশপাশের নি¤œাঞ্চলগুলো ভরাট করে ফেলাসহ কয়েকটি কারণের কথা উল্লেখ করেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের কাজে ব্যাপক সমন্বয়হীনতার কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জলাবদ্ধতা নিয়ে কাউকে কোনো ধরনের দোষারোপ করা যাবে না। ওয়াসার দায়িত্ব না, সিটি করপোরেশনের এসব বলার সুযোগ নেই। সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।
তিনি বলেন, কমিটি প্রতিবেদন দেয়ার পর আমরা আবার বসব। জলাবদ্ধতা নিরসনে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।
১০ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন সচিবালয় ভোগান্তির শিকার ঘরে ফেরা মানুষ
বিশেষ সংবাদদাতা জানান, হঠাৎ বড় বড় ফোঁটায় টানা ১০ মিনিটের বৃষ্টিতেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতর ও বাইরের সড়ক ঢুবে যায়। প্রচণ্ড গরমে এক পশলা স্বস্তিময় বৃষ্টি নেমে এলেও ভোগান্তির কিন্তু কমতি ছিল না। দিনভর কিংবা রাতভর টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলেও গতকাল মঙ্গলবার বিকেলে ণিক বৃষ্টিতে তলিয়ে যাওয়া সচিবালয়ের প্রাঙ্গণ থেকে সন্ধ্যায়ও সরেনি পানি। ফলে অফিস শেষে পানি ভেঙে সচিবালয় ছাড়তে হয় অনেককে।
বিকেল সাড়ে ৫টার দিকে মাথার ওপর হঠাৎ একখণ্ড মেঘ জমা হয়েই শুরু করে বর্ষণ। অনেকটা বলা নেই, কওয়া নেই প্রবাদের মতোই। তবে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরের দিকে কোনো বৃষ্টি হয়নি বলে জানা গেছে।
সচিবালয় এলাকায় বিকেলের ওই হঠাৎ বৃষ্টির স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিটের মতো। এই ১০ মিনিটের বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে পড়ে সচিবালয় প্রাঙ্গণ। সেখানে কোনো কোনো জায়গায় হাঁটুপানিও জমা হয়। ওই সময়ে সচিবালয়ে রাজধানী ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন দফতরের সাথে বৈঠক চলছিল মন্ত্রণালয়ের। বৈঠকে ােভ প্রকাশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অবিলম্বে রাজধানী ও চট্টগ্রামের জলাবদ্ধতার কারণ নির্ণয় করে তাকে জানাতে নির্দেশ দেন। একই সাথে তিনি জানান, কারণ নির্ণয়ের পর যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যা নিরসনে কাজ করা হবে।
দশ মিনিটের বৃষ্টিতে সচিবালয় ও সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পানি জমার কারণ জানে না ঢাকা দণি সিটি করপোরেশন। জানতে চাইলে ঢাকা দণি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল গণমাধ্যমকে বলেন, গত টানা বর্ষণে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছে। সচিবালয়েও পানি জমেছিল। তখন দেখা যায় ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। কিন্তু আজ ১০ মিনিটের বৃষ্টিতে কেন পানি জমেছে সেটা দেখতে হবে।
কী পরিমাণ বৃষ্টি হয়েছে ওই ১০ মিনিটে তা জানতে যোগাযোগ করা হলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, কিছুণ আগে রাজধানীর মতিঝিল, সচিবালয়ের দিকে বৃষ্টি হয়েছে। তবে আগারগাঁওয়ের দিকে কোনো বৃষ্টি হয়নি। তিনি বলেন, বৃষ্টি যে দিকটায় হয়েছে সেখানে আমাদের বৃষ্টি মাপার যন্ত্র নেই। সে কারণে বলা যাচ্ছে না ওই ১০ মিনিটে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক সঙ্গে রোদ-বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, এখন সূর্য পশ্চিম আকাশে অবস্থান করছে। আর বৃষ্টি হয়েছে মাথার ওপরের মেঘের। সেই কারণে রোদ আর বৃষ্টি এক সঙ্গে দেখা গেছে।

 

http://www.dailynayadiganta.com/detail/news/240831